• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখতে নির্দেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ আগস্ট ২০১৯, ১১:৫২
বাংলাদেশ ব্যাংক

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ ব্যাংক আগামী শুক্রবার ও শনিবার (৯ ও ১০ আগস্ট) ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে। রোববার (৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক ও কর্মচারিদের বেতন ও অনান্য ভাতাদি পরিশোধের জন্য এবং রপ্তানি বাণিজ্য সচল রাখার স্বার্থে তফসিলি ব্যাংকগুলো আগামী ৯ ও ১০ আগস্ট পূর্ণদিবস খোলা থাকবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়- ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের শাখাসমূহ শুক্রবার ও শনিবার পূর্ণদিবস খোলা রাখার বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও প্রজ্ঞাপনে উল্লেখিত এলাকার সংশ্লিষ্ট ব্যাংকের শাখাকে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়।

----------------------------------------------------------------------------------------
আরো পড়ুন: সুদের হার ৯ শতাংশ ধরে শিগগিরই প্রজ্ঞাপন: অর্থমন্ত্রী
---------------------------------------------------------------------------------------

জানা গেছে, আগামী সপ্তায় দীর্ঘ ছুটি থাকার কারণে এবং রাজধানীসহ আশপাশের এলাকায় গার্মেন্টকর্মীদের বেতনভাতা পরিশোধের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নেয়।
পি

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৭১ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিপি
বিশ্বব্যাংকের ৭০ বিলিয়ন ডলারের ফান্ড ঘোষণা, সুবিধা পেতে পারে বাংলাদেশও
সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশে সংকট বাড়বে জনতা ব্যাংকের
পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
X
Fresh