logo
  • ঢাকা সোমবার, ১৮ নভেম্বর ২০১৯, ৩ অগ্রহায়ণ ১৪২৬

সবজির দাম কমছে, বাড়ছে মশলার দাম (ভিডিও)

মুক্তা মাহমুদ, আরটিভি
|  ০২ আগস্ট ২০১৯, ১৫:২৩ | আপডেট : ০২ আগস্ট ২০১৯, ১৬:১৯
বন্যার পানির সঙ্গে কমতে শুরু করেছে কাঁচা মরিচের ঝাল। ক্রেতাদের নাগালের মধ্যে আসতে শুরু করেছে সব ধরনের সবজির দামও। যদিও তাদের অভিযোগ সব কিছুর দামই বেশি। বিপরীতে বিক্রেতাদের দাবি দাম স্বাভাবিক ও স্থিতিশীল।

বন্যার পানি বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে গিয়েছিল কাঁচা মরিচ ও সবজির দাম। তবে এখন ঢেঁড়স, পটল, চিচিঙ্গা, কচুমুখির মত সবজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। লালশাকের আঁটি ১০ টাকা, পুঁইশাক ২০ টাকা। ক্রেতারা বেশি বললেও বিক্রেতাদের কাছে বরাবরের মতই তা স্বাভাবিক।

ছোট রুই ৩০০ থেকে ৩৫০, নদীর ছোট চিংড়ি ৬০০, কাচকি ও শিং মাছ ৮০০ টাকা কেজি। সরবরাহ  না বাড়লেও কিছুটা কমেছে ইলিশের দাম।

ঈদকে সামনে রেখে বেড়েছে দারচিনি ও এলাচের দাম। খুচরা বাজারে পেঁয়াজ ৪০ থেকে ৪৫ ও রসুন ১৪০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।

গরু-খাসির মাংসের দাম আগের  মত থাকলেও, কিছুটা বেড়েছে  ব্রয়লার, কক ও দেশি মুরগির দাম।

জিএ/ এমকে

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • অর্থনীতি এর সর্বশেষ
  • অর্থনীতি এর পাঠক প্রিয়