• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ফের বাড়ল স্বর্ণের দাম

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ জুলাই ২০১৯, ২২:৪৫
স্বর্ণ
ফের বাড়ল স্বর্ণের দাম

আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ২২ ক্যারেট সোনার ভরি হবে ৫৩ হাজার ৩৬৩ টাকা।

সোনার নতুন এই দর আগামীকাল বুধবার থেকে কার্যকর হবে।

আজ মঙ্গলবার (২৩ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বৃদ্ধির সিদ্ধান্ত জানায়।

এর আগে গেল ৩ জুলাই ভরিতে ২ হাজার ৪১ টাকা টাকা বৃদ্ধি করেছিল জুয়েলার্স সমিতি।

বুধবার থেকে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা ৫৩ হাজার ৩৬৩ টাকা, ২১ ক্যারেট ৫১ হাজার ৩০ টাকা ও ১৮ ক্যারেট সোনা বিক্রি হবে ৪৬ হাজার ১৪ টাকায়। সনাতন পদ্ধতির সোনার ভরি আগের মতোই ২৬ হাজার ৮২৭ টাকায় বিক্রি হবে। তবে সনাতন পদ্ধতির স্বর্ণ ও রুপার দাম বাড়েনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে বর্তমানে গত ৬ থেকে ৭ বছরের মধ্যে স্বর্ণের দাম রয়েছে সর্বোচ্চ পর্যায়ে। এছাড়া দেশীয় বুলিয়ান মার্কেটে স্বর্ণের দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাংলাদেশ জুয়েলার্স সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়।

আরও পড়ুন

এসএস

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে স্বর্ণের দামে সর্বোচ্চ রেকর্ড
স্বর্ণের দামে নতুন রেকর্ড
স্বর্ণের নতুন দাম নির্ধারণ
শাহজালালে ৪০ স্বর্ণেরবারসহ আটক দুই
X
Fresh