logo
  • ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২০, ৫ মাঘ ১৪২৭

মোরশেদ আলম এমপি মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত (ভিডিও)

আরটিভি অনলাইন ডেস্ক
|  ০৪ জুলাই ২০১৯, ১৪:৫৫ | আপডেট : ০৫ জুলাই ২০১৯, ১২:২৪
বিশিষ্ট শিল্পপতি ও মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক আলহাজ মোরশেদ আলম এমপি ব্যাংকটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

সম্প্রতি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩৪৪তম সভায় সর্বসম্মতিক্রমে তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

আলহাজ মোরশেদ আলম বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি ১০ম ও ১১তম জাতীয় নির্বাচনে নোয়াখালী-২  (সেনবাগ-সোনাইমুড়ি) আসন থেকে  সংসদ সদস্য নির্বাচিত হন।

এছাড়াও তিনি ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির চেয়ারম্যান এবং পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছেন।

ব্যাংক, বীমা, আর্থিক সেবা, গণমাধ্যমের পাশাপাশি আবাসন ও নির্মাণ শিল্প, হোটেল অ্যান্ড রিসোর্টস, রপ্তানিমুখী শিল্পসহ বহুবিধ ব্যবসা ও শিল্পের সাথে সম্পৃক্ত বিশিষ্ট এ উদ্যোক্তা।

আলহাজ মোরশেদ আলম আপামর জনসাধারণের জীবনমান উন্নয়নে সমাজসেবা, শিক্ষা, স্বাস্থ্য ও সমাজ উন্নয়নে একজন নিবেদিত কর্মী।

তিনি নোয়াখালীর নাটেশ্বরে মোরশেদ আলম হাইস্কুল প্রতিষ্ঠা করেন। এছাড়া তিনি ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, নোয়াখালীর বজরা হাইস্কুল ও কাজী নগর মাদরাসার একজন অন্যতম পৃষ্ঠপোষক।

এমকে

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • অর্থনীতি এর সর্বশেষ
  • অর্থনীতি এর পাঠক প্রিয়