• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নতুন ভ্যাট আইনে সবচেয়ে চাপে পড়বে মধ্যবিত্ত (ভিডিও)

মাইদুর রহমান রুবেল, আরটিভি

  ২৫ জুন ২০১৯, ২১:০১

নতুন ভ্যাট আইনে সবচে’ বেশি চাপে পড়বে মধ্যবিত্ত। আর নতুন বাজেটে ভ্যাট আইনের বিষয়টি অস্পষ্ট বলে মনে করেন অর্থনীতিবিদরা। কেউ প্রতিবাদ না-করে, মেনে নেয়া বলে বাজেটের পর দ্রব্যমূল্য বাড়ে বলেও অভিমত দেন তারা।

রাজধানীর সিরডাপ মিলনায়তনে দরিদ্র জনগোষ্ঠীর ওপর জাতীয় বাজেটের প্রভাব শীর্ষক আলোচনায় এসব কথা বলেন বক্তারা। আলোচনার আয়োজন করে বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অর্থনীতিবিদ ড. আতিউর রহমান বলেন, দেশের দুই-তৃতীয়াংশ মানুষের অভিমত বাজেটের পর পণের দাম বাড়ে। দেশের ১৭ শতাংশ মানুষ জানেই না বাজেট কী। মধ্যবিত্ত এবং দরিদ্রদের স্বস্তি দিতে চাইলে সামাজিক সুরক্ষা, কৃষি, শিক্ষা এবং স্বাস্থ্যখাতে বাড়াতে হবে বরাদ্দ।

অর্থনীতিবিদ নাজনীন আহমেদ বলেন, মানুষ ধরেই নেয় বাজেটর পর পণ্যের দাম বাড়াবে। নতুন ভ্যাট আইনকে অস্পষ্ট দাবি করে বলেন, এই আইনে পিষ্ট হবে মধ্যবিত্ত।

ভ্যাট বাড়ানোয় বাড়বে মোবাইলে খরচ, বেশি দামে কিনতে হবে ভোজ্য তেল, গুড়া দুধ-সহ বেশকিছু পণ্য। তবে নিত্যপণ্যের ওপর ভ্যাট আরোপের বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন অর্থনীতিবিদরা।

এসজে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh