• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সাড়ে চার মাস পর বাড়লো সোনার দাম

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ জুন ২০১৯, ১৮:৫৮

দেশের বাজারে ভালো মানের সোনার দাম প্রতি ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বেড়েছে। ফলে ভালো মানের বা ২২ ক্যারেট সোনার ভরি কিনতে খরচ করতে হচ্ছে ৫১ হাজার ৩২২ টাকা। আগের চেয়ে সোনার দাম ভরিতে বেড়েছে ১ হাজার ১৬৭ টাকা। সাড়ে চার মাস পর সোনার দাম বাড়লো।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত জানায়।

বাংলাদেশের বাজারে একই সঙ্গে প্রথমবারের মতো প্লাটিনামের দাম ঠিক করে দেয়া হয়েছে। ২৩ ক্যারেট প্রতি ভরি প্লাটিনাম এখন ৬৪ হাজার ১৫২ টাকায় বিক্রি করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নতুন বাজেট ঘোষণার দিন বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস সোনার দাম বাড়ানোর যে ঘোষণা দিয়েছে তাতে শুক্রবার থেকে প্রতি ভরি সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) সোনা ৫১ হাজার ৩২২ টাকায় বিক্রি হবে। বৃহস্পতিবার পর্যন্ত এই সোনা ৫০ হাজার ১৫৫ টাকায় বিক্রি হয়েছে। গত ২৯ জানুয়ারি সর্বশেষ সোনার দর বাড়ানো হয়েছিল।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি সূত্রে জানা যায়, গত বছরের ১০ জানুয়ারি ২২ ক্যারেট সোনার দর বেড়ে ৫০ হাজার টাকার উপরে উঠেছিল। পরে তা কমে ৫০ হাজার টাকার নিচেই বিক্রি হচ্ছিল। ২৯ জানুয়ারি ভরিতে এক হাজার ১৬৬ টাকা বাড়ানোয় তা আবারও ৫০ হাজার টাকা ছাড়ায়।

শুক্রবার থেকে তা ৫১ হাজার ৩২২ টাকায় বিক্রির ঘোষণা দিয়েছে বাজুস। ২০১২ সালে অবশ্য এই সোনার দাম বাড়তে বাড়তে প্রায় ৬০ হাজার টাকায় গিয়ে ঠেকেছিল।

এ ব্যাপারে বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় স্থানীয় বাজারে দাম বাড়ানো হয়েছে। গোল্ডের আন্তর্জাতিক বাজার চড়া। প্রতিদিনই দাম বাড়ছে। এছাড়া স্থানীয় বুলিয়ন মার্কেটে মূল্য বৃদ্ধি পেয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আমরা দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

পি

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আইপিএলের জন্য ছুটি বাড়লো মোস্তাফিজের 
আবারও বাড়ল এলপি গ্যাসের দাম
আরও দুইদিন বাড়লো বইমেলার সময়সীমা
স্বর্ণের দামে আবারও রেকর্ড
X
Fresh