• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বাংলাদেশ আমাদের পরবর্তী গ্রোথ স্টারগুলোর একটি: ইউনিলিভারের সিইও

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ জুন ২০১৯, ২২:৪৫
নেদারল্যান্ডসের রটারডামে ইউনিলিভারের কার্যালয়ে কোম্পানিটির লোগো। ছবি: রয়টার্স

বাংলাদেশ, মিয়ানমার, পাকিস্তান ও ভিয়েতনাম পরবর্তী কয়েক বছরে ইউনিলিভারের শীর্ষ ক্রমবর্ধমান বাজারগুলোতে পরিণত হবে।

দেশগুলোর দ্রুত ক্রমবর্ধমান জনসংখ্যা এবং একটি উদীয়মান মধ্যবিত্ত শ্রেণি এই বহুজাতিক ভোগ্যপণ্য কোম্পানির গৃহস্থালি পণ্য কিনবে।

মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যাল্যান জোপের বরাত দিয়ে এসব কথা জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্স।

ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত ডয়চে ব্যাংক গ্লোবাল কনজ্যুমার সম্মেলনে জোপ বলেন, জনসংখ্যা, জিডিপি এবং ভোগের সক্ষমতা বাড়ায় বাংলাদেশ, মিয়ানমার, পাকিস্তান, ভিয়েতনাম ও ইথিওপিয়া পরবর্তী কয়েক বছরে আমাদের গ্রোথ স্টারে (Growth Stars) পরিণত হবে।

এই ব্রিটিশ-ডাচ কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা আরও বলেন, এসব দেশ আমাদের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা এসব দেশে বিনিয়োগের পরিমাণও বাড়িয়েছি।

সাবান থেকে প্যাকেট স্যুপসহ অনেক ধরনের গৃহস্থালি পণ্য তৈরি করে থাকে ইউনিলিভার। কোম্পানিটির পণ্যের চাহিদা উদীয়মান বাজারগুলোতে ৫ শতাংশ এবং উন্নত বাজারগুলোতে ০.৩ শতাংশ বেড়েছে বলে এ সংক্রান্ত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইতোমধ্যে কোম্পানিটির মোট বিক্রির ৫৮ শতাংশ হয়েছে ভারত, চীন ও ব্রাজিলসহ উদীয়মান বাজারগুলোতে।

কে/এসএস

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতি বছর দূষণে প্রাণ হারাচ্ছেন পৌনে ৩ লাখ বাংলাদেশি
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের সমরাস্ত্র প্রদর্শনীতে অংশগ্রহণ
আইএমএফের হিসাবে দেশের রিজার্ভ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক
বাংলাদেশে দর্শক মাতাতে আসছেন আতিফ আসলাম
X
Fresh