• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

এক হাজার টাকায় কালো সোনা সাদা করার সুযোগ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ মে ২০১৯, ১৩:৪৪

কালো সোনা সাদা করার সুযোগ দিয়েছে সরকার। ভরিতে এক হাজার টাকা দিয়ে অঘোষিত কিংবা মজুতকৃত সোনা শর্তসাপেক্ষে বৈধ করা যাবে।

সোনা বৈধ করতে আয়কর এক হাজার টাকা ধার্য করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার জারি হওয়া এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন এনবিআরের চেয়ারম্যান ও সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতি ভরি সোনা ও স্বর্ণালঙ্কারে এক হাজার টাকা, ক্যারেটপ্রতি হীরায় ৬ হাজার ও রুপায় ৫০ টাকা আয়কর দিতে হবে।

সেখানে আরও বলা হয়, স্বর্ণ নীতিমালা অনুযায়ী অনুমোদিত ডিলার, ব্যবসায়ীর অঘোষিত ও মজুত করা এবং ঘোষিত সোনা, হীরা ও রুপার ওপর আয়কর কমানো হয়েছে। অবশ্য সরকারের ঘোষিত ছাড় পেতে হলে শর্ত মানতে হবে।

শর্তগুলো হলো- ব্যবসায়ীকে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নিতে হবে এবং রিটার্ন দাখিল করতে হবে। ৩০ জুনের মধ্যে অঘোষিত ও মজুত সোনা, রুপা ও হীরা সম্পর্কে ঘোষণা দিয়ে কর দিতে হবে।

সোনা, রুপা ও হীরা ব্যবসায়ীদের আয়করের পরিমাণ কমিয়ে দেওয়া এ প্রজ্ঞাপন আগামী ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে।

এস

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বর্ণের নতুন দাম নির্ধারণ
নওগাঁয় চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ৩
ইরানে ইসরায়েলি হামলা, লাফিয়ে বাড়ল তেল ও স্বর্ণের দাম
সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম
X
Fresh