• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

চাল-গমে পোকা, মিনা বাজারকে ৫ লাখ টাকা জরিমানা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ মে ২০১৯, ১৬:৪৮

রমজান মাস জুড়ে খাদ্যে ভেজাল বিরোধী অভিযান চালানো হচ্ছে। এর অংশ হিসেবে আজ রাজধানীর শান্তিনগরেও অভিযান পরিচালনা করে নিরাপদ খাদ্য অধিদপ্তর কর্তৃপক্ষ।

অভিযানে চাল ও গমে পোকা পাওয়া যাওয়ায় মিনা বাজারকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

মিনা বাজার সুপার শপ থেকে আরটিভির শরীয়ত খান জানান,এখানে হাইকোর্ট থেকে যে ৫২ পণ্যের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে, সেগুলোই মূলত এখানে খুঁজে দেখা হয়। কিন্তু সেগুলোর একটিও পাওয়া যায়নি।

তবে এখানে কিছু পণ্য পাওয়া যায়, সেগুলোর লেবেল ছিল না। বা সেগুলো নিম্ন মানের। তার কারণে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট সম্পা কুণ্ড বলেন,সম্প্রতি হাইকোর্ট মানহীন ৫২ টি পণ্য বাজার থেকে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন। কিন্তু তারপরও বাজারে এখনও সেগুলো পাওয়া যাচ্ছে। হাইকোর্টের আদেশের পর এখন এসব পণ্য কারা বাজারজাত করছে, বিক্রি করছে তা খুঁজতেই আজকের আমাদের এই অভিযান।

তিনি বলেন, আমরা রাজধানীর শান্তিনগরে অবস্থিত মিনা বাজারে অভিযানে চালিয়েছি। কিন্তু এখানে ওই ৫২ পণ্য পাওয়া যায়নি। তবে নিম্ন মানের কিছু চাল ও আটা পাওয়া গেছে। যেটাতে পোকা ছিল;সেটা খাওয়ারও অনুপযুক্ত ছিল।

তিনি বলেন, কোনও প্রকার লেবেল সংযোজন ছাড়াই এই পণ্যগুলো বিক্রি করা হচ্ছিল। এসব কারণে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ ও দুই লাখ টাকা মোট ৫ লাখ টাকা জরিমানা করেছি।

এস

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh