• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ক্রেতাদের জন্যই চাহিদা বাড়ছে বিদেশি পোশাকের

সেলিম মালিক, আরটিভি

  ২৬ মে ২০১৯, ১৪:৫৮

ঈদের বাজারে অসম প্রতিযোগিতার মুখে দেশীয় পোশাক শিল্প। জাঁকজমক আর চাকচিক্যখচিত বিদেশি পোশাক দখল করে আছে মার্কেটগুলো।

ব্যবসায়ীরা বলছেন, অবৈধ পথে বিদেশি পোশাকের আমদানি ঠেকানোর পাশাপাশি আমদানি শুল্ক বাড়ানো গেলে দেশিয় পোশাকের কদর বাড়বে।

মান যাই হোক, পোশাকের সৌন্দর্য ঝলমলে, চোখ ধাঁধানো। ভারত, পাকিস্তান, চীন ও থাইল্যান্ড থেকে আনা এমন সব পোশাকের মোহে দেশের ক্রেতারা।

তাই বিদেশি পোশাকের দোকানগুলোতেই ভিড় বেশি।

ক্রেতারা বলছেন, দামে কম এবং দেশি কাপড়ের চেয়ে বেশি কারুকার্যময় হওয়ায় ভিন দেশি এসব কাপড় তাদের পছন্দের তালিকায়।

দেশি পোশাকের প্রতি এক শ্রেণির মানুষের অবজ্ঞার জন্যেও, দেশে বিদেশি পোশাকের অধিক্য বাড়ছে বলে মনে করেন এই ব্যবসায়ী।

এর মধ্যেও, দেশি পোশাক পড়ে ঈদ উদযাপন করতে চান, বাঙালি মননের মানুষেরা।

ব্যবসায়ীরা বলছেন, বিদেশি পোশাকের আমদানি কমাতে শুল্ক ব্যবস্থা পুনর্বিবেচনা করা উচিত।

টেক্সটাইল শিল্পকে আধুনিকায়নের পাশাপাশি, বৈধ পথে বিদেশি পোশাকের আমদানি নিশ্চিত করা গেলে, দেশি পোশাকের বাজার আরও বড় হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

এস

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গাদের কারণে কক্সবাজারে দীর্ঘস্থায়ী খাদ্যনিরাপত্তাহীনতা: এফএসআইএন
মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠাল বিজিবি
শেয়ারবাজারের পতন ঠেকাতে নতুন নিয়ম চালু
৪০০ সিসির পালসার বাজারে আসার আগেই ফাঁস হলো দাম
X
Fresh