• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ক্রেতাদের জন্যই চাহিদা বাড়ছে বিদেশি পোশাকের

সেলিম মালিক, আরটিভি

  ২৬ মে ২০১৯, ১৪:৫৮

ঈদের বাজারে অসম প্রতিযোগিতার মুখে দেশীয় পোশাক শিল্প। জাঁকজমক আর চাকচিক্যখচিত বিদেশি পোশাক দখল করে আছে মার্কেটগুলো।

ব্যবসায়ীরা বলছেন, অবৈধ পথে বিদেশি পোশাকের আমদানি ঠেকানোর পাশাপাশি আমদানি শুল্ক বাড়ানো গেলে দেশিয় পোশাকের কদর বাড়বে।

মান যাই হোক, পোশাকের সৌন্দর্য ঝলমলে, চোখ ধাঁধানো। ভারত, পাকিস্তান, চীন ও থাইল্যান্ড থেকে আনা এমন সব পোশাকের মোহে দেশের ক্রেতারা।

তাই বিদেশি পোশাকের দোকানগুলোতেই ভিড় বেশি।