• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ইচ্ছেমতো নিত্যপণ্যের দাম হাঁকেন দোকানিরা (ভিডিও)

সেলিম মালিক, আরটিভি

  ২২ মে ২০১৯, ১২:১২

পাইকারি বাজার থেকে কেনা পণ্যের দাম, রাজধানীর খুচরা বাজারগুলোতে লাফিয়ে লাফিয়ে বাড়ে। ইচ্ছেমতো দাম হাঁকেন দোকানিরা। বাধ্য হয়ে কিনতে হয়ে, ভোক্তাদের। বঞ্চিত হন ন্যায্য দাম থেকে।

বিশ্লেষকদের মতে, বাজারে প্রতিযোগিতার অভাব ও সিন্ডিকেট করে দাম নির্ধারণ করাই, এর প্রধান কারণ।

মধ্যরাত থেকে ভোর পর্যন্ত রাজধানীর সবচেয়ে বড় পাইকারি বাজার কারওয়ান বাজার থেকে বেশিরভাগ সবজি কিনেন, বিভিন্ন বাজারের খুচরা বিক্রেতারা।

পাইকারি বাজার থেকে মাত্র কয়েক মিটার দূরে, কারওয়ান বাজারের খুচরা বাজার। পরিবহন ও শ্রমিকের খরচ নেই বললেই চলে। তারপরও ৪৫ টাকায় কিনে দোকানীরা প্রতি কেজি মরিচ বিক্রি করছেন, ৬০ থেকে ৭০ টাকা। বেগুনেও মুনাফা তুলছেন ১০ থেকে ১৫ টাকা করে।

রাজধানীর হাতিরপুল ও মোহাম্মদপুর বাজারেও পণ্য দুটি বিক্রি হচ্ছে প্রায় একই দামে। তারাও মুনাফা করছেন কমপক্ষে ১৫ টাকা।

পাইকারি বাজার থেকে মাত্র তিন কিলোমিটার দূরে রাজধানীর পলাশির বাজার। ৪৫ টাকায় কিনে এ বাজারে খুচরা বিক্রেতারা মরিচ বিক্রি করছেন ৮০ টাকায়। তারপরও অজুহাতের শেষ নেই।

বিক্রেতাদের অতি মুনাফার লোভের যাতাকলে পিষ্ঠ সাধারণ মানুষ।

বাজার বিশ্লেষকের মতে, খুচরা বাজারে ন্যায্য দাম নির্ধারণে প্রতিযোগিতা নেই বললেই চলে। এতে ইচ্ছেমতো মুনাফা করেন ব্যবসায়ীরা।

ভোক্তার স্বার্থ রক্ষায় বাজার মনিটরিং আরো জোরদার করার আহ্বান জানান ক্যাব সভাপতি গোলাম রহমান।

এসজে/পি

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৬০০ টাকার এলাচ বিক্রি ৩১০০ টাকায়!
X
Fresh