• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

মানিকগঞ্জের ২৫ টাকার মরিচ ঢাকায় বিক্রি হচ্ছে ৮০ টাকায় (ভিডিও)

সেলিম মালিক

  ২১ মে ২০১৯, ১২:২৫

বৈরী আবহাওয়ায় একদিকে মরিচের উৎপাদন কম হয়েছে অন্যদিকে ন্যায্য দাম থেকেও বঞ্চিত হচ্ছেন কৃষকরা। ফলে এবার অনেকটাই হতাশ মরিচ চাষিরা। মানিকগেঞ্জের ২৫ টাকা কেজির মরিচ কয়েক হাত ঘুরে রাজধানীতে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। এতে ঠকছেন ভোক্তারাও।

দেশের মরিচের চাহিদার একটি বড় অংশ মিটিয়ে থাকেন, মানিকগঞ্জের শিবালয় ও হরিরামপুরের চাষিরা। অন্যান্য বছর মরিচ চাষ করে কৃষকের মুখে হাসি ফুটলেও এবারের খরায় তা অনেকটাই ম্লান করে দিয়েছে।

জেলার বরঙ্গাইল বাজারের বেপারীদের কাছে কেজিপ্রতি মরিচ মাত্র ২০ থেকে ২৫ টাকায় বিক্রি করেছেন চাষিরা।

মানিকগঞ্জ থেকে ঢাকার দূরত্ব মাত্র ৬০ কিলোমিটার। সেই মরিচ পাইকারদের কাছে বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩২ টাকা।