• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মানিকগঞ্জের ২৫ টাকার মরিচ ঢাকায় বিক্রি হচ্ছে ৮০ টাকায় (ভিডিও)

সেলিম মালিক

  ২১ মে ২০১৯, ১২:২৫

বৈরী আবহাওয়ায় একদিকে মরিচের উৎপাদন কম হয়েছে অন্যদিকে ন্যায্য দাম থেকেও বঞ্চিত হচ্ছেন কৃষকরা। ফলে এবার অনেকটাই হতাশ মরিচ চাষিরা। মানিকগেঞ্জের ২৫ টাকা কেজির মরিচ কয়েক হাত ঘুরে রাজধানীতে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। এতে ঠকছেন ভোক্তারাও।

দেশের মরিচের চাহিদার একটি বড় অংশ মিটিয়ে থাকেন, মানিকগঞ্জের শিবালয় ও হরিরামপুরের চাষিরা। অন্যান্য বছর মরিচ চাষ করে কৃষকের মুখে হাসি ফুটলেও এবারের খরায় তা অনেকটাই ম্লান করে দিয়েছে।

জেলার বরঙ্গাইল বাজারের বেপারীদের কাছে কেজিপ্রতি মরিচ মাত্র ২০ থেকে ২৫ টাকায় বিক্রি করেছেন চাষিরা।

মানিকগঞ্জ থেকে ঢাকার দূরত্ব মাত্র ৬০ কিলোমিটার। সেই মরিচ পাইকারদের কাছে বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩২ টাকা।

মরিচের বাজারে বড় মুনাফা তুলে নিচ্ছেন পাইকারী ব্যবসায়ীরা। ১৭ থেকে ১৮ টাকা লাভে খুচরা বিক্রেতার কাছে মরিচ বিক্রি করছেন ৪৫ থেকে ৫০ টাকা কেজিতে।

খুরচা বিক্রেতারা মুনাফা করছেন কমপক্ষে ১০ টাকা। ভোক্তার কাছে বিক্রি করছেন ৬০ টাকা কেজি দরে।

বাজার বিশ্লেষকদের মতে, সরকারিভাবে এখনো মজুদ ব্যবস্থাপনা গড়ে না ওঠায় মধ্যস্বত্বভোগীরা মুনাফা আদায় করছেন ইচ্ছে মতো।

কৃষক ও ভোক্তার স্বার্থে সমন্বিত উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান ক্যাব সভাপতি।

এমকে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মধ্যস্বত্বভোগীদের জিহ্বা টেনে ধরতে হবে : প্রাণিসম্পদমন্ত্রী
X
Fresh