• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিপণী বিতানগুলোতে বাড়ছে ভিড় (ভিডিও)

মাশায়েল অমি

  ২১ মে ২০১৯, ১১:৫৩

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আনন্দটা সবচেয়ে বেশি উপভোগ করে ছোটরা। ঈদকে সামনে রেখে ছোটদের বায়নার যেন শেষ নেই। নতুন জামা জুতার পাশাপাশি ওদেরও চাই সাজসজ্জার নানা অনুষঙ্গ। তাই রোজা শুরু থেকে অভিভাবকরা সন্তানের পছন্দসই পণ্যটি কিনতে ছুটে যান মার্কেটে। রাজধানীর বিভিন্ন মার্কেট ও শপিংমলে সেই রকমই চিত্র দেখা গেছে।

শিশুদের ঈদ উৎসবকে আনন্দঘন করতে তাদের পছন্দের সঙ্গে সামঞ্জস্য রেখে পোশাক তৈরি প্রতিষ্ঠানগুলো বাজারে এনেছে, নতুন ডিজাইনের জামা-কাপড়। দেশীয় ফ্যাশন হাউসগুলো এবং অন্যান্য বিপণী বিতানগুলোতে তাই প্রতিদিন বাড়ছে ভিড়।

নতুন পোশাক ছাড়া ছোটদের ঈদ আয়োজন যেন জমেই না। তাই বড়দের তুলনায় ছোটদের নতুন পোশাকের প্রতি আগ্রহটা একটু বেশিই। তবে সোনামনিদের পোশাক কেনাবেচায় প্রাধান্য পাচ্ছে গরমের বিষয়টিও।

দেশীয় ফ্যাশন হাউসগুলোর সঙ্গে পাল্লা দিয়ে এবারের ঈদে বড় জায়গা দখল করে নিয়েছে, ভারতীয় ও চায়না পোশাক।