• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

১২ টাকার বেগুন কারওয়ান বাজারে ৭০ টাকা! (ভিডিও)

সেলিম মালিক, আরটিভি

  ২০ মে ২০১৯, ১২:৪২

বেগুনের গুণ খেয়ে ফেলছেন মধ্যসত্বভোগীরা। প্রতি কেজি বেগুন ফলাতে কৃষকের ২০ টাকা খরচ হলেও নরসিংদীতে তা বিক্রি হচ্ছে ১২ টাকায়। রাজধানীর বাজারে যার দাম ৬০ থেকে ৭০ টাকায়। নরসিংদী থেকে প্রতি কেজি বেগুন ঢাকায় আনতে বেপারীরা লাভ কমবেশি ১৮ টাকা, পাইকারদের ১৫ টাকা আর খুচরা বিক্রেতাদের লাভ কেজিতে কমবেশি ২০ টাকা।

আরটিভির অনুসন্ধানে লাভক্ষতির এমন ভয়াবহ চিত্র উঠে এসেছে।

স্কুল শিক্ষক আলফাজ উদ্দিন প্রায় ৩০ শতাংশ জমিতে বেগুন চাষ করে বেশ বেকায়দায়ই পড়েছেন।

চাকরির পাশাপাশি অতি যত্নে উৎপাদন করা বেগুন মাত্র সাড়ে ১২ টাকা বিক্রি করে অনেকটাই হতাশ আলফাজ উদ্দিন।

কৃষকের কাছ থেকে কেনা বেগুন নরসিংদির বারৈচা বাজার থেকে ঢাকায় পাঠানো হয়।

বেপারিরা জানান, কেজিপ্রতি বেগুন পাঠাতে খরচ হয় গড়ে সাত টাকা।

কৃষকদের কাছ থেকে কিনে পরিবহন খরচ দিয়ে ঢাকায় আনতে প্রতিকেজি বেগুনের দাম দাঁড়ায় ২০ থেকে ২২ টাকা। অথচ বেপারীরা সেই বেগুন কাওরান বাজারে পাইকারদের কাছে বিক্রি করছেন ৩৫ থেকে ৩৮ টাকায়।

৩৫ থেকে ৩৮ টাকা কেনা বেগুন পাইকারী ব্যবসায়ীরা বিক্রি করছেন ৪৮ থেকে ৫০ টাকায়। আর সেই বেগুন খুচরা বিক্রেতারা ভোক্তাদের কাছে বিক্রি করেন কমবেশি ৭০ টাকায়।

বাজার বিশ্লেষকরা বলছেন,বছরের পর বছর কৃষক ও সাধারণ মানুষ মধ্যস্বত্যভোগীদের অতি মুনাফার বলি হচ্ছে। কর্তৃপক্ষ কোনও কার্যকর পদক্ষেপ নিচ্ছে। বিষয়টি নিয়ে তারা ক্ষুব্ধ।

এস

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে স্বর্ণের দামে সর্বোচ্চ রেকর্ড
হিলিতে কমেছে পেঁয়াজের দাম, অপরিবর্তিত আদা-রসুনের দাম 
পেঁয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার পরও কমেছে দাম
রাজধানীর যেসব স্থানে কৃষকের দামে মিলবে তরমুজ
X
Fresh