• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রাজধানীতে জমে উঠছে ঈদের কেনাকাটা

শাকিবুর রহমান, আরটিভি

  ১৯ মে ২০১৯, ১৩:০৪

রাজধানীতে জমে উঠতে শুরু করেছে ঈদের বাজার। বিপণিগুলোতে বাড়ছে ভিড়। তৈরি পোশাক কেনার পাশাপাশি নতুন পোশাক বানাতে আগেভাগেই পছন্দের কাপড় কিনছেন তরুণ-তরুণীরা।

নিউমার্কেট এলাকায় পছন্দের কাপড় কিনতে ক্রেতারা ছুটছেন এক দোকান থেকে আরেক দোকানে। ইচ্ছা পছন্দের কাপড়টি কেনা।

এবার ঈদে সালোয়ার-কামিজের দিকে বেশি ঝুঁকছে নারীরা। গরমের কারণে সুতি কাপড়ের দিকে বেশি ঝুঁকছেন তরুণীরা।

ক্রেতারা বলছেন, এখনো কেনাকাটা তেমন শুরু হয়নি। তাদের অভিযোগ, বেশিরভাগ মানুষ ভারত থেকে কাপড় কিনে আনছে।

গরম এবং ভিড়ের কারণে অনেকেরই পছন্দের জায়গা শপিংমল।

ঈদে পুরুষদের ঐতিহ্যের প্রতীক হিসেবে পরিচিত পাঞ্জাবি। যারা দর্জি দিয়ে বানাতে চান তারা এখন থেকেই কিনছেন পছন্দের কাপড়।

ঈদের আনন্দে সব কিছু পেরিয়ে পছন্দের জিনিসের দিকে নজর ক্রেতাদের।

এস

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘বোরকা পরে গেলেও মানুষ চিনে ফেলে’
প্রেমিকার উপহারের পোশাক পরে তরুণের আত্মহত্যা
ঈদের সপ্তম দিন আরটিভিতে যা দেখবেন
লঞ্চ-ট্রেন-বাসে যাত্রী চাপের মধ্যেই রাজধানীতে ফিরছে মানুষ
X
Fresh