• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ঈদে সত্য ঘটনা অবলম্বনে আসছে ‘মানি হানি’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ মে ২০১৯, ১২:৩০

আসছে ঈদে হইচই নিয়ে আসছে ওয়েব সিরিজ ‘মানি হানি’। পরিচালক তানিম নূর এবং কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় জুটিবদ্ধ হয়ে তুলে ধরেছেন ঘটনাবহুল এক শহুরে চরিত্রকে ঘিরে ঘটে চলা বিচিত্র সব ঘটনা।

ঢাকায় মাত্র পাঁচ বছর আগেই ঘটে যাওয়া এক সত্য ঘটনা অবলম্বনে নির্মিত বলে পোস্টার প্রকাশের সঙ্গে সঙ্গেই দর্শকদের আগ্রহের মাঝে বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে ‘মানি হানি’।

পোস্টার প্রকাশের মধ্য দিয়ে বুধবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা এল ‘মানি হানি’ নামের এই অরিজিনাল সিরিজটির।

সিরিজের গল্প গড়ে উঠেছে ৩২ বছর বয়সী ডিভোর্সি ও পেশায় শেয়ার ব্যবসায়ী শাহরিয়ার কবিরকে ঘিরে। জীবন তার জুয়া, পার্টি, নারী আর অ্যালকোহলে পূর্ণ। বাকপটুতায় যে কাউকেই নিজের প্রেমের ফাঁদে ফেলতে সক্ষম শাহরিয়ার।

রঙিন জীবনের নানা উপকরণ আর শেয়ারবাজারে ব্যবসা থেকে আসা মোটা টাকা আয়, সব মিলিয়েই বেশ জলুসেই কাটছিল তার জীবন। হুট করেই একদিন শেয়ার বাজারে নেমে আসে বড় ধস।

শেয়ারবাজারে ধসের সঙ্গে সঙ্গে তার জীবনেও নেমে আসে বিপর্যয়। এমন এক অবস্থা থেকেই যাত্রা শুরু এই গল্পটির। সিরিজটিতে মুখ্য চরিত্রগুলোয় অভিনয় করেছেন শ্যামল মাওলা, মোস্তাফিজুর নূর ইমরান, লুৎফর রহমান জর্জ, সুমন আনোয়ার, নিশাত প্রিয়ম ও নাজিবা বাশার প্রমুখ।

আসছে ঈদুল ফিতরের পরপরই ‘হইচই’-এ ওয়েব সিরিজটির স্ট্রিমিং শুরু হবে।

এস

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh