• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ভ্যাট আইন নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে দূরত্ব ঘুচলো অর্থ মন্ত্রণালয়ের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ মে ২০১৯, ১৬:২৬

বাস্তবায়নের অপেক্ষায় থাকা ভ্যাট আইন কার্যকর নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছিল অর্থ মন্ত্রণালয়ের, তার অবসান ঘটেছে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, এ নিয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে কোনও দূরত্ব নেই।

তিনি বলেন, নতুন ভ্যাট আইন আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে। এ আইন কার্যকরের বিষয়ে অর্থ মন্ত্রণালয় ও এফবিসিসিআইয়ের মধ্যে যে দূরত্ব ছিল -তা ঘুচিয়ে নেয়া হয়েছে।

আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত মন্ত্রীর কার্যালয়ে এফবিসিসিআইয়ের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জানানো হয়, দুই প্রতিষ্ঠানের মধ্যে তৈরি হওয়া দূরত্ব আলোচনার মাধ্যমে দূর হয়েছে।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, কোনও পণ্যে ট্যাক্স বাড়ছে না, বরং কমতে পারে। এর বাইরে অর্থ মন্ত্রণালয় ট্যাক্সের এলাকা বাড়াবে। এ ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়কে সবধরনের সহযোগিতা করবে এফবিসিসিআই।

কোনও পণ্যে কত ভ্যাট হার বসছে -এফবিসিসিআই এতদিন সেটা দেখার দাবি জানিয়ে আসছিল।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ বিষয়ে বলেন,ভ্যাট আইন সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তনযোগ্য। এটি বাস্তবায়নের পর যদি কোথাও কোনও সীমাবদ্ধতা দেখা দেয় তাহলে তা জনবান্ধব ও ব্যবসাবান্ধব করতে পরিবর্তন করা হবে। ভ্যাট আইন স্বচ্ছতার সঙ্গে ঝামেলাহীনভাবে বাস্তবায়ন করা হবে। এ আইন আমরা ১ জুলাই থেকে বাস্তবায়ন করবো। এই বিষয়ে ব্যবসায়ীরা সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন।

এফবিসিসিআই সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দীন এসময় উপস্থিত ছিলেন। তিনি বলেন,অর্থমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন। আমরা তার ওপর আস্থা ও বিশ্বাস রাখতে চাই। উনি (অর্থমন্ত্রী) বলেছেন, কোনও জায়গায় ট্যাক্স বাড়ানো হবে না। বরং কিছু কিছু ক্ষেত্রে কমবে। এটাই আমাদের জন্য যথেষ্ট।

এস

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘রূপকল্প বাস্তবায়নে অটিজমের শিকার ব্যক্তিদেরও সম্পৃক্ত করতে হবে’
‘বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে চেষ্টা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র’
নৌপরিবহন মন্ত্রণালয় চলতি অর্থবছরে ৩১টি প্রকল্প বাস্তবায়ন করছে
‘আমরা দক্ষতা নির্ভর শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করছি’
X
Fresh