• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

পতনের বৃত্ত থেকে বেরুতে পারছে না শেয়ারবাজার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ মে ২০১৯, ১৫:১৯

পতনের বৃত্ত থেকে বের হতে পারছে না দেশের শেয়ারবাজার। সূচক, লেনদেন, পুঁজি হারানো সবদিক দিয়ে বাজারে এই ধারাবাহিকতা যেন অব্যাহত রেখে চলেছে দুই স্টক এক্সচেঞ্জ। মাঝে মাঝে সূচক বৃত্ত ভাঙতে শুরু করলেও তা ধরে রাখতে পারছে না।

দরপতনের এই ধারা অব্যাহত রেখে আজও দেশের দুই পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে।

মঙ্গলবার বাজার বিশ্লেষণে দেখা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৫১ কোটি ৩৬ লাখ ৪৬ হাজার টাকার। যা এক বছর ১ মাস ১৯ দিনের মধ্যে সর্বনিম্ন।

এর আগে ২০১৮ সালের ১৪ মার্চ ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন আজকের চেয়ে কম ছিল। ওই দিন ডিএসইতে লেনদেন হয় ২২৪ কোটি টাকা।

অপরদিকে ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২১৭ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২০৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮২৫ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৭৬টির, কমেছে ২১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির।

এর আগে প্রায় ৭ কর্মদিবস ডিএসইর প্রধান সূচক টানা কমতে দেখা যায়। লেনদেনও গত চার কর্মদিবস ধরে টানা কমেছে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৯৬২ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ১৩৫টির।

এস

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh