• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

চীন থেকে হুইল চেয়ারের বদলে এলো ইট

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ মে ২০১৯, ১৫:৩৫
ছবি: সংগৃহীত

কথা ছিল চীন থেকে আসবে হুইল চেয়ারের চালান। ঘোষণা অনুযায়ী চালানও এলো। কিন্তু কন্টেইনার খুলে দেখা গেলো ইট।

সম্প্রতি বন্দর চত্বরে চীন থেকে জাহাজে করে আসা তিনটি কনটেইনার খুলে এমন চিত্র দেখতে পান কাস্টমস কর্মকর্তারা।

চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম কমিশনার সাধন কুণ্ডু বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করে বলেন, ঢাকার একটি আমদানিকারক প্রতিষ্ঠান চালানটিতে এক হাজার ০৭টি হুইল চেয়ার ও ৪৫০টি ‘ক্রাস ওয়াকার’আনা হচ্ছে বলে ঘোষণা দিয়েছিল। তবে কনটেইনার খুলে মাত্র ৪০টি হুইলচেয়ার পাওয়া গেলেও সবগুলোতে ইট পাওয়া যায়।

হুইল চেয়ার ও ক্র্যাচ প্লাস ওয়াকার ঘোষণা দিয়ে কনটেইনারগুলো বন্দরে এনেছিল ঢাকার লোটাস সার্জিক্যাল নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান।

আমদানিকারকের পক্ষে চালানটি খালাসের দায়িত্বে ছিল নর্থ বেঙ্গল এন্টারপ্রাইজ নামে এক সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান।

গত ২৯ এপ্রিল এমভি সি স্পেন নামে একটি জাহাজে কনটেইনার তিনটি চট্টগ্রাম বন্দরে পৌঁছে।

গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে কনটেইনার তিনটি পরীক্ষা করে এসব তথ্য পাওয়া যায় জানিয়ে কাস্টমস কর্মকর্তারা জানান, এই ঘটনায় মুদ্রাপাচার হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এস/পি

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারী আইপিএলের ফাইনালসহ টিভিতে আজকের খেলা
নেত্রকোণায় চাঞ্চল্যকর সুইটি হত্যার রহস্য উদঘাটন
লন্ডন-ঢাকা ফ্লাইটে আসন ফাঁকা নিয়ে ফেসবুক পোস্ট, প্রতিবাদ বিমানের
কুমিরের পিঠে স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে নদীতে অবমুক্ত
X
Fresh