• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

এক হচ্ছে গ্রামীণফোন ও রবির মূল কোম্পানি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ মে ২০১৯, ১৩:৩২

বাংলাদেশের গ্রামীণফোনের মূল কোম্পানি টেলিনর ও রবির মূল কোম্পানি আজিয়াটা এক হতে যাচ্ছে। এশিয়ায় মোবাইল ফোন অপারেটর খাতে নেতৃত্ব দেয়া এই দুই কোম্পানি বিষয়টি নিয়ে আলোচনা করছে।

টেলিনর সূত্রে জানা গেছে, এশিয়ার বাজারে তারা একীভূত হতে যাচ্ছে।

ভৌগোলিক অবস্থান হিসেবে মালয়েশিয়া ও নরওয়ে ভিত্তিক কোম্পানি দুটি এশিয়ায় বড় বাজার দখল করে আছে। তবে কিছু দেশে আজিয়াটার ব্যবসা থাকলেও টেলিনরের নেই।

কোম্পানি দুটি এক হলে সেসব দেশেও টেলিনর ব্যবসা শুরু করবে। এতে করে এশিয়ার অন্তত ৯টি দেশের টেলিকম ব্যবসা তাদের দখলে চলে যাবে।

এশিয়ার মধ্যে মালয়েশিয়া, থাইল্যান্ড, মিয়ানমার, বাংলাদেশ ও পাকিস্তানে ব্যবসা রয়েছে টেলিনর ও আজিয়াটার। তবে ভারত, শ্রীলঙ্কা, নেপাল, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ায় আজিয়াটা থাকলেও এসব দেশে টেলিনর তাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু করতে পারেনি।

একীভূত হলে টেলিনরের হাতে থাকবে ৫৬ দশমিক ৫ শতাংশ শেয়ার। আজিয়াটার দখলে থাকবে ৪৩ দশমিক ৫ শতাংশ শেয়ার।

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে এই চুক্তি সম্পন্ন হতে পারে।

এস/সি

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাবিপ্রবি ছাত্রলীগের সাবেকদের ইফতার মাহফিল
বুয়েটে ছাত্ররাজনীতির দাবিতে শাবি ছাত্রলীগের মানববন্ধন
নোবিপ্রবি সিএসটিই অ্যালামনাই এসোসিয়েশনের ইফতার মাহফিল
ফের ইসরায়েল-ফিলিস্তিন অস্ত্রবিরতির আলোচনা শুরু 
X
Fresh