• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

তিন রুটে বিমান বাংলাদেশের ১৫ শতাংশ ছাড়

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ মে ২০১৯, ১১:৩৫
ফাইল ছবি

বিমানের অতিথি হোন উন্নত সেবা নিন- এই স্লোগান ধারণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেবা সপ্তাহ পালন শুরু হয়েছে। সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে বিমানে যাত্রী সাধারণের জন্য নানা কর্মসূচি নেয়া হয়েছে।

এ উপলক্ষ্যে আন্তর্জাতিক তিন রুটের টিকিটে ১৫ শতাংশ ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি।

ঢাকা-ব্যাংকক-ঢাকা, ঢাকা-কাঠমান্ডু-ঢাকা ও ঢাকা-ইয়াঙ্গুন-ঢাকা রুটে টিকিটের উপর এই ছাড় ঘোষণা করা হয়েছে।

এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আগত বিমানসহ সকল বৈদেশিক এয়ারলাইন্স-এর যাত্রীগণের ব্যাগেজ ডেলিভারী ২০-৬০ মিনিটের মধ্যে সম্পন্ন করা হবে।

বিমানের ফ্লাইটসমূহের খাদ্য পরিবেশনা ও অ্যাপ্যায়নে বৈচিত্র থাকবে। বিমানের সব সেলস কাউন্টারে আগত যাত্রীদের উন্নত সেবা প্রদান করা হবে। এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ঢাকায় লস্ট অ্যান্ড ফাউন্ড শাখায় যাত্রীদের প্রয়োজন মাফিক বিশেষ সেবা দেয়া হবে।

গত বৃহস্পতিবার বিমানের প্রধান কার্যালয়ে সংস্থার পরিচালক জিয়াউদ্দীন আহমেদ কেক কেটে সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেন।

তিনি বলেন, বিমানের যাত্রী প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। যাত্রীদের উন্নত সেবা প্রদানের মাধ্যমে তাদের আস্থা অর্জনে তিনি বিমান কর্মীদের অধিকতর যত্নবান হওয়ার জন্য আহবান জানান।

একই সাথে বিমানের উন্নত সেবা প্রদান নিশ্চিতকরণে বিমানের সব স্টেকহোল্ডারের সহায়তা কামনা করেন।

এস

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাহজালালে ৪০ স্বর্ণেরবারসহ আটক দুই
এমভি আবদুল্লাহ উদ্ধারে যুদ্ধজাহাজ ও বিমান পাঠিয়েছিল ভারত
লন্ডন-ঢাকা ফ্লাইটে আসন ফাঁকা নিয়ে ফেসবুক পোস্ট, প্রতিবাদ বিমানের
বিমানবন্দর স্টেশনে থামবে না ৯ ট্রেন
X
Fresh