• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রোজায় পুঁজিবাজারে লেনদেন সময়ে পরিবর্তন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ মে ২০১৯, ১৮:৪৯

পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের পুঁজিবাজারে লেনদেনের সময়ে পরিবর্তন আনা হয়েছে। স্বাভাবিক সময়ের চেয়ে আধাঘণ্টা আগে এ সময়ে লেনদেন শুরু হবে।

তবে লেনদেনের সময়সীমা পরিবর্তন হচ্ছে না।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ঘোষণা অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ৭ মে, মঙ্গলবার থেকে যদি রমজান মাস শুরু হয় তাহলে ওইদিন থেকে ডিএসই ও সিএসইতে আধা ঘন্টা আগে লেনদেন শুরু হবে।

নতুন সময় অনুযায়ী, রমজান মাসে লেনদেন সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। বর্তমানে যেটা সাড়ে ১০টা থেকে আড়াইটা পর্যন্ত চালু আছে।

তবে ডিএসই ও সিএসই’র অফিস সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত খোলা থাকবে।

ঈদ-উল-ফিতরের ছুটির পর পুরনো সময় সূচি অনুযায়ী লেনদেন ও অফিস চলবে। ছুটির পর অফিস সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত খোলা থাকবে এবং লেনদেন সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে দুপুর আড়াইটা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।

এস

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিপুণের অর্থ লেনদেনের অডিও ফাঁস
মোবাইলে এক মাসে ১ লাখ ৩০ হাজার কোটি টাকা লেনদেন
চীনের সঙ্গে সরাসরি লেনদেনে যাচ্ছে বাংলাদেশ
মোবাইলে প্রতিদিন ৪ হাজার ১৭৫ কোটি টাকা লেনদেন
X
Fresh