• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আপাতত নতুন কোম্পানির আইপিও অনুমোদন বন্ধ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ মে ২০১৯, ১৫:২৫

শেয়ারবাজারে দরপতন নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে আপাতত নতুন কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন না নেয়ার ঘোষণা দিয়েছে এর নিয়ন্ত্রক সংস্থা।

মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বলছে,বিএসইসি (পাবলিক ইস্যু) রুলস, ২০১৫ সংশোধন না হওয়া পর্যন্ত ৩০ এপ্রিল, ২০১৯ থেকে প্রাথমিক প্রস্তাব (আইপিও) সংক্রান্ত নতুন কোনও আবেদন গ্রহণ করা হবে না।

তবে ২৯ এপ্রিলের আগে যারা আইপিও’র জন্য আবেদনপত্র দিয়েছে, তাদেরটা বিবেচনা করা হবে।

বিএসইসি সিদ্ধান্ত অনুযায়ী, ৩০ এপ্রিল, ২০১৯ থেকে অতালিকাভুক্ত কোম্পানির মূলধন সংক্রান্ত কোনও আবেদন নেয়া হবে না।

শেয়ারবাজারে কয়েকদিন ধরে দরপতন ঠেকানো যাচ্ছিল না। নিয়ন্ত্রক সংস্থার দফায় দফায় বৈঠক, জরুরি বৈঠকেও কিছু হচ্ছিল না।

পুঁজি হারানোর ব্যথায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে ১২ দফা দাবিতে প্রতীকী গণঅনশন পর্যন্ত করেছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা।

এর মধ্যে গতকাল মঙ্গলবার বাজার কিছুটা ঘুরে দাঁড়ায়।

এস

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh