• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

শেষ হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আইটি ফেস্টিভ্যাল

আরটিভি অনলাইন ডেস্ক

  ৩০ এপ্রিল ২০১৯, ১৪:৫৪

শেষ হয়েছে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আইটি ফেস্টিভ্যাল- ২০১৯। সোমবার সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এর পর্দা নামে।

রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মতিঝিল প্রাঙ্গনে তিন দিনব্যাপী এই ফেস্টিভ্যালের আয়োজন করা হয়।

১৫০টিরও বেশি স্কুল-কলেজের শিক্ষার্থীরা এই ফেস্টিভালে অংশগ্রহণ করে।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ডা. শাহান আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিয়াল স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ও রপ্তানি উন্নয়ন ব্যুরো, ঢাকার সচিব আবু হেনা মোরশেদ জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোস্তফা খায়ের ও মাসিক বিজ্ঞান চিন্তার সম্পাদক আব্দুল কাইয়ুম।

এছাড়া অনুষ্ঠানে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্যম-লী, সব শাখার সহকারী প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ২৭ থেকে ২৯ এপ্রিল ২০১৯ পর্যন্ত অনুষ্ঠিত এই ফেস্টিভ্যালে রোবট প্রদর্শনী ও ড্রোন প্রদর্শনীর মতো আকর্ষনীয় বিষয়ের পাশাপাশি অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্পের প্রদর্শনী করে এবং বিভিন্ন বিজ্ঞান বিষয়ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

এস

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ ব্যাংকের টাকা ধার করে চলছে ইসলামী ব্যাংক 
X
Fresh