• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

ঢাকা স্টকে ৪ মাসে সর্বনিম্নে সূচক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ এপ্রিল ২০১৯, ১৭:৪৩

পতনের মধ্য দিয়েই দিন পার করছে দেশের শেয়ারবাজার। আজ বুধবার ঢাকার বাজারে আরও একধাপ প্রধান সূচকের পতন হয়েছে। এনিয়ে গত ৪ মাসের মধ্যে ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) সূচকটি সর্বনিম্নে অবস্থান করছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ২০ পয়েন্ট কমে ৫ হাজার ২৪০ পয়েন্টে নেমে গেছে।

এর আগে জাতীয় একাদশ নির্বাচনের পরবর্তী মুহূর্তে জানুয়ারিতে সূচকটি ৫ হাজার ২০০ পয়েন্টের কাছাকাছি চলে আসে।

আজ বাজারে অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২১১ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ৮৬৮ পয়েন্টে নেমে গেছে।

ডিএসইতে টাকার অংকে এদিন লেনদেন হয়েছে ৩৩২ কোটি ৮৪ লাখ টাকা। যা আগের কার্যদিবস থেকে ৩৪ কোটি ২২ লাখ টাকা বেশি।

মঙ্গলবার এই বাজারে লেনদেন ছিল ২৯৮ কোটি ৬২ লাখ টাকার।

আজ ডিএসইতে ৩৪৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১০৪টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। কমেছে ২০৩টির। আর দাম অপরিবর্তিত রয়েছে ৩৯টির।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স ৪৫ পয়েন্ট কমে ৯ হাজার ৭০৮ পয়েন্টে দাঁড়িয়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ১৩ কোটি ৬৬ লাখ টাকা। যা গতদিন থেকে কিছু বেশি।

এস

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh