• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ইউএস বাংলার বিমানের টয়লেট থেকে ১৪ কেজি স্বর্ণ জব্দ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ এপ্রিল ২০১৯, ১১:৫৬
ফাইল ছবি

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলা বিমানের টয়লেট থেকে ১২০টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

এগুলোর ওজন প্রায় ১৪ কেজি; যার বাজারমূল্য প্রায় ৭ কোটি টাকা।

শনিবার বিকেলে ব্যাংকক থেকে ঢাকায় এসে অবতরণের পর গোপন সংবাদের ভিত্তিতে ওই উড়োজাহাজের টয়লেট তল্লাশি করে এই স্বর্ণ পাওয়া যায়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. মো. শহিদুল ইসলাম আরটিভি অনলাইনকে বলেন, গোপন সূত্রে তথ্য পাওয়ার পর কাস্টমস গোয়েন্দা দল ফ্লাইটটির দিকে নজর রাখে। সেটি অবতরণের সঙ্গে সঙ্গে গোয়েন্দা দল তল্লাশি শুরু করে। এক পর্যায়ে ওই ফ্লাইটের টয়লেটে পরিত্যক্ত অবস্থায় ১২০টি স্বর্ণের বার পাওয়া যায়।

এসব স্বর্ণের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

এস

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh