logo
  • ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯, ৩ শ্রাবণ ১৪২৬

ইগলু ফেস্টিভ্যালে ৫০০ টাকায় ইচ্ছেমতো আইসক্রিম!

শাহীনুর রহমান
|  ২০ এপ্রিল ২০১৯, ১৯:১১ | আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ১২:০১
আগামী ২৫ এপ্রিল শুরু হচ্ছে দেশের বৃহৎ আইসক্রিম ফেস্টিভ্যাল। দেশের শীর্ষ আইসক্রিম ব্র্যান্ড ইগলু এই উৎসবের আয়োজন করতে যাচ্ছে।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায়  এই ফেস্ট অনুষ্ঠিত হবে। চলবে ২৭ এপ্রিল পর্যন্ত।

শনিবার আয়োজক কর্তৃপক্ষ আরটিভি অনলাইনকে জানায়, এই উৎসবের মাধ্যমে সবাইকে ইচ্ছেমতো আইসক্রিম খাওয়ার সুযোগ করে দিচ্ছে ইগলু। সঙ্গে থাকছে মঞ্চ কাঁপানো গুরু খ্যাত ব্যান্ড সঙ্গীত শিল্পী জেমস এর গান।

৩ দিনের এই উৎসব শুরুর দিন ভক্তদের জন্য সঙ্গীত পরিবেশন করবেন তিনি।

এই ফেস্টিভ্যালে প্রবেশ করতে চাইলে আপনাকে এন্ট্রি ফি দিতে হবে। বয়স্কদের জন্য এই ফি জনপ্রতি ৫০০ টাকা আর বাচ্চাদের জন্য ৩০০ টাকা।

আর হ্যাঁ; আরও সুখবর আছে। এই টাকা বিকাশে পেমেন্ট করলে বা রবির ধন্যবাদ গ্রাহক হলে অথবা শিক্ষার্থী হলে তার জন্য ২০ শতাংশ ছাড় থাকছেই। উৎসব থেকে ইচ্ছেমতোই খেতে পারবেন আইসক্রিম।

ইগলুর জিডিটাল মার্কেটিংয়ের এক্সিকিউটিভ গাজী মহসিনা রহমান আরটিভি অনলাইনকে বলেন, আইসক্রিম প্রেমীদের জন্যই আমাদের এই আয়োজন। ফেস্টিভ্যালে ইগলুর হরেক রকম আইসক্রিম থাকবে। সেই সঙ্গে গুরুর গান তো আছে। আগামী ২৫ এপ্রিল সবাইকে এই ফেস্টিভ্যালে আমন্ত্রণ জানান তিনি।

এস

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়