• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বিজিএমইএ'র প্রথম নারী সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন রুবানা হক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ এপ্রিল ২০১৯, ১৭:২১

রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ'র প্রথম নারী সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন রুবানা হক। শিল্পের উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।

শনিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ’র নতুন ভবনে বিকেলে দায়িত্ব গ্রহণ করেন তিনি। কমিটিতে নির্বাচিত অন্যরাও এসময় সিদ্দিকুর রহমানের নেতৃত্বাধীন বর্তমান কমিটির কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।

ড. রুবানা হক মোহাম্মদী গ্রুপ ও নাগরিক টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র, বিজিএমইএ ও এফবিসিসিআই’র সাবেক সভাপতি প্রয়াত আনিসুল হকের স্ত্রী।

বিজিএমইএ’র পরিচালক পদে গত ৬ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ঢাকা অঞ্চলে ড. রুবানা হকের নেতৃত্বাধীন সম্মিলিত-ফোরাম প্যানেল ২৬টি পরিচালক পদে সবগুলোতেই বিজয়ী হয়।

এর আগে চট্টগ্রাম অঞ্চলের ৯টি পরিচালক পদেও একই প্যানেলের প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন।

এস

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শতভাগ কারখানায় বেতন-ভাতা পরিশোধ : বিজিএমইএ
বিজিএমইএ নির্বাচনে পূর্ণ প্যানেলে জয়ী সম্মিলিত পরিষদ
৪২৯ ভুয়া পোশাক কারখানা নিয়ে সিদ্ধান্ত নিতে নির্দেশ হাইকোর্টের
রপ্তানি বাজার সম্প্রসারণের পাশাপাশি পণ্যের বহুমুখীকরণ জরুরি : প্রধানমন্ত্রী
X
Fresh