• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

এসিআই মটরস্ আনলো আধুনিক ধান কাটা ও মাড়াই যন্ত্র

আরটিভি অনলাইন ডেস্ক

  ২০ এপ্রিল ২০১৯, ১২:৩৩

কৃষির আধুনিকায়ন ও যান্ত্রিকীকরণের লক্ষ্যে ২০০৭ সাল থেকে এসিআই মটরস্ কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি ধান কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দী করার অত্যাধুনিক মেশিন “ইয়ানমার” কম্বাইন হারভেস্টার বাজারে আনলো কোম্পানিটি।

এই আধুনিক হারভেস্টার মানুষের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে বুধবার ময়মনসিংহ এর ভালুকা উপজেলার ভরাডুবায় এসিআই মটরস্ মাঠ প্রদর্শনীর আয়োজন করে।

প্রদর্শনীতে “ইয়ানমার” ছাড়াও এসিআই কম্বাইন হারভেস্টার আরেকটি মডেলের হারভেস্টার প্রদর্শন করে।

এসময় সেখানে উপস্থিত ছিলেন এসিআই মটরস্ এর নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস, খামার যান্ত্রিকীকরণ প্রকল্পের পরিচালক শেখ মোঃ নাজিম উদ্দিন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ মোশারফ হোসেইন, ইয়ানমার জাপান এর কর্মকর্তাবৃন্দ।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এর কৃষি প্রকৌশল অনুষদের ছাত্রছাত্রী বৃন্দ, বেশকিছু আগ্রহী ক্রেতাসহ এসিআই মটরস এর অন্য কর্মকর্তারাও এসময় ছিলেন।

“ইয়ানমার” কম্বাইন হারভেস্টার ১ ঘণ্টায় ১ একর জমির ধান/গম কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দী করা যায় এবং জ্বালানি খরচ হয় মাত্র ৭-৮ লিটার ডিজেল। এসিআই কম্বাইন হারভেস্টার নতুন মডেলে একই কাজ করতে সময় লাগে ২ ঘণ্টা।

উল্লেখ্য, এই হারভেস্টার জমিতে শুয়ে পড়া ধানও কাটতে পারে।

কৃষকদের জন্য এসিআই কম্বাইন হারভেস্টার ক্রয়ে বর্তমান সরকার এলাকাভেদে ৫-৭ লাখ টাকা উন্নয়ন সহায়তা দিচ্ছে।

এস

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh