• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিজিএমইএ ভবন থেকে মালপত্র সরানোর সুযোগ দিলো রাজউক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ এপ্রিল ২০১৯, ১৩:৪৮
ছবি সংগৃহীত

ভাঙার জন্য সিলগালা করা রাজধানীর হাতিরঝিলের বিজিএমইএ ভবনের ভেতরে আটকে পড়া বিভিন্ন প্রতিষ্ঠানের মালামাল সরিয়ে নেয়ার সুযোগ দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ- রাজউক।

বৃহস্পতিবার সকাল নয়টায় রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিচালক প্রশাসন সিলগালা করা তালা খুলে দেন।

এরপর প্রতিষ্ঠান গুলোর কর্মকর্তা কর্মচারি ও শ্রমিকরা মালামাল সরিয়ে নিতে শুরু করেন।

জমির স্বত্ব না থাকা ও জলাধার আইন লঙ্ঘন করায় হাতিরঝিল প্রকল্প এলাকায় বিজিএমইএর বর্তমান ভবনটি ভেঙে ফেলার নির্দেশনা আসে উচ্চ আদালত থেকে। সেজন্য ভবনটি ছাড়তে গত ১২ এপ্রিল পর্যন্ত বিজিএমইএ কর্তৃপক্ষকে সময় দিয়েছিল আদালত।