• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

অর্থ না পেলে বন্ধ হতে পারে ভারতের জেট এয়ারওয়েজের কার্যক্রম

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ এপ্রিল ২০১৯, ১৮:৩৩
ছবি: সংগৃহীত

ভারতের বেসরকারি ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়া থেকে ৪০০ কোটি রুপি জরুরি নগদ সহায়তা না পেলে দেশটির এয়ারলাইনস খাতের কোম্পানি জেট এয়ারওয়েজের সব ফ্লাইট স্থগিত হতে পারে।

বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে এ আশঙ্কার কথা জানানো হয়েছে।

হিন্দুস্তান টাইমস বলছে, বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী সুরেশ প্রভু এক টুইটে এয়ারলাইনটিকে সহায়তা করতে অন্যান্য এয়ারলাইনের ভাড়া বৃদ্ধি এবং ফ্লাইট বাতিল করার আহ্বান জানিয়েছেন।

এদিকে জেট এয়ারওয়েজকে বিভিন্ন ব্যাংকের আর্থিক সহযোগিতা দেয়ার বিষয়ে পরস্পর বিরোধী একাধিক খবর প্রকাশিত হয়েছে।

ব্লুমবার্গ নিউজের খবরে বলা হয়, ব্যাংক মালিকরা যে এয়ারলাইনটিকে অর্থ প্রদানের বিষয়টি প্রত্যাখ্যান করেছে, সে বিষয়ে সবাই জানে।

তবে দুই একটি ব্যাংক অর্থ দিতে রাজি আছে বলেও খবর প্রকাশিত হয়েছে। অবশ্য এ বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে সংযুক্ত আরব আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ। কারণ জেট এয়ারে তাদের ২৪ শতাংশ শেয়ার আছে।

এ ব্যাপারে সরকারের হস্তক্ষেপও চেয়েছে কয়েকটি সংস্থা।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের (পিএনবি) ম্যানেজিং ডিরেক্টর সুনিল মেহতা বলেন, ঋণদাতারা জেট এয়ারওয়েজকে টিকিয়ে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। এসবিআই এবং এসবিআই ক্যাপিটাল এটা নিয়ে কাজ করছে কিন্তু এখনও কোনও কিছু চূড়ান্ত করেনি।

কে/এস

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশে ফিরলেন রাষ্ট্রপতি
ডব্লিউটিও সম্মেলন সোমবার, কী চায় বাংলাদেশ? 
বাংলাদেশ থেকে কর্মী নেবে সৌদি ও আমিরাত
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
X
Fresh