• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ফটকে বন্ধের নোটিশ, ফিরে যাচ্ছেন শ্রমিকরা

সাভার প্রতিনিধি

  ২১ ডিসেম্বর ২০১৬, ১০:৫৩

অব্যাহত শ্রমিক আন্দোলনের মুখে বিজিএমইএর সিদ্ধান্ত অনুযায়ী বন্ধ রাখা হয়েছে সাভারের আশুলিয়া এলাকার ৫৫টি পোশাক করখানা। বুধবার সকালে কারখানার ফটকে নোটিশ ঝুলতে দেখে ফেরত যায় শ্রমিকরা।

এদিকে শিল্পাঞ্চলে কোন অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ।

সকালে পুলিশ মাইকিং করে বন্ধ কারখানার শ্রমিকদের কোথাও জটলা পাকানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে ঘরে ফিরে যেতে বলে।

ভোর থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় আশুলিয়ায়। জলকামান, রায়ট ভ্যানসহ দাঙ্গা দমনে সব রকমের প্রস্তুতি নিয়েছে পুলিশ।

বেতন বৃদ্ধি, ঘরভাড়া না বাড়ানো, কথায় কথায় ছাঁটাই না করাসহ বিভিন্ন দাবিতে আশুলিয়া শিল্পাঞ্চলের জামগড়া, বেরন, বাইপাইল, নরসিংহপুরসহ আশপাশে বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকরা গেলো ৮ দিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন। এর ফলে গতকাল ৫৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিজিএমইএ।

এফএস / এসএস

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh