• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

গ্রামীণফোনের কাছে ১২ হাজার কোটি টাকা পাবে সরকার!

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ এপ্রিল ২০১৯, ১৭:১২

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) পরিচালিত অডিটে গ্রামীণফোনের কাছে ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকা পাওনা বলে জানিয়েছে। তবে এ দাবিকে "আইনগতভাবে ভিত্তিহীন" বলে অভিহিত করেছে গ্রামীণফোন

আজ বিটিআরসিকে দেয়া গ্রামীণফোনের এক চিঠিতে এ তথ্য উঠে এসেছে। কোম্পানিটি এই যু্ক্তিহীন অডিট প্রত্যাহার করার দাবিও জানিয়েছে।

গ্রামীণফোনের বিবৃতি থেকে জানা গেছে, বিটিআরসি ২ এপ্রিল ২০১৯ সালে একটি দাবিনামার মাধ্যমে গ্রামীণফোনের কাছে বিটিআরসিকে ৮ হাজার ৪৯৪ কোটি ১ লাখ টাকা এবং জাতীয় রাজস্ব বোর্ডকে ৪ হাজার ৮৫ কোটি ৯৪ লাখ টাকা পরবর্তী ১০ কর্মদিবসে পরিশোধ করার নির্দেশ দেয়।

বিটিআরসি নিয়োগকৃত জেভিসিএ অব তাহো খান জামান এ্যান্ড কো. নামের একটি অডিট ফার্ম গ্রামীণফোনের ১৯৯৭ সালের যাত্রা থেকে শুরু করে ২০১৪ সাল পর্যন্ত সময়ে ইনফরমেশান অ্যান্ড সিস্টেম অডিট পরিচালনা করে এই টাকা দাবি করে।