• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বেসিক ব্যাংকের ৭৫ কোটি টাকা আত্মসাৎ, ২ জন গ্রেপ্তার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ এপ্রিল ২০১৯, ১৭:৫৯

বেসিক ব্যাংকের ৭৫ কোটি ৬৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে টেকনো ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের এর ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসাইন সেলিমসহ দুজনকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেপ্তার করেছে দুদক।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃত অন্যজন হচ্ছেন- বেসিক ব্যাংকের গুলশান শাখার অফিসার মোহাম্মদ হেমায়েত উদ্দিন তালুকদার।

দুদক সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগশাজসে বেসিক ব্যাংক, টেকনো ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট (ঋণ গ্রহীতা) ও অ্যাডভান্স ডেভেলপমেন্ট টেকনোলজি (বন্ধক দাতা) এর মধ্যে সম্পাদিত ত্রিপক্ষীয় চুক্তি ও ঋণ মঞ্জুরের শর্ত ভঙ্গ করে অসৎ উদ্দেশ্য অ্যাডভান্স এর স্থলে টেকনো ডিজাইনকে ৭৫ কোটি ৬৬ লাখ টাকা ঋণ বিতরণ ও উত্তোলনের মাধ্যমে আত্মসাৎ করে।

দুদক জানায়,২০১৬ সালে এ ঘটনায় অ্যাডভান্স ডেভেলপমেন্ট টেকনোলজিস এর পক্ষ থেকে সিনিয়র ম্যানেজার (লজিস্টিকস) মশিহুর রহমান সরকার বাদি হয়ে বিজ্ঞ ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মামলা করেন।

সেই মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

এস

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে চাকরি ছাড়লেন বাংলাদেশ ব্যাংকের ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা
অর্ধশতাধিক কর্মকর্তা একসঙ্গে বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন
X
Fresh