• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

সিএসইর ৩০ ইনডেক্স থেকে বাদ পড়লো ১০ কোম্পানি

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৮ এপ্রিল ২০১৯, ১৮:১৬

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসই ৩০ ইনডেক্স সমন্বয় করা হয়েছে। সমন্বিত তালিকায় আগের ১০ টি কোম্পানি বাদ পড়েছে। এতে নতুন যোগ হয়েছে ১০ টি প্রতিষ্ঠান।

তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরমেন্স পর্যালোচনার ভিত্তিতে এ তালিকা সমন্বয় করা হয়ে থাকে।

নতুন সমন্বিত তালিকাটি আগামী ২১ এপ্রিল থেকে কার্যকর হবে বলে জানা গেছে।

সিএসই ৩০ ইনডেক্সে যোগ হওয়া নতুন কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, বাংলাদেশ স্টিল-রি রোলিং মিলস্ লিমিটেড, সাইফ পাওয়ারটেক লিমিটেড, ডরিন পাওয়ার জেনারেশন্স অ্যান্ড সিস্টেমস্ লিমিটেড, সামিট পাওয়ার লিমিটেড, ওয়ান ব্যাংক লিমিটেড, আল-আরাফাহ্ ইসলামি ব্যাংক লিমিটেড, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড, যমুনা ব্যাংক লিমিটেড এবং ডেল্টা লাইফ ইন্সুরেন্স কেম্পানি লিমিটেড।

এই ইনডেক্স থেকে বাদ পড়া কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, অরিয়ন ফার্মা লিমিটেড, হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড,আফতাব অটোমোবাইলস্ লিমিটেড, সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড,ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক লিমিটেড, উত্তরা ব্যাংক লিমিটেড এবং ব্র্যাক ব্যাংক লিমিটেড।

আগামী ২১ মার্চ থেকে আলোচিত ইনডেক্সে যেসব কোম্পানি থাকছে সেগুলো হলো-এডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ,আল-আরাফাহ্ ইসলামি ব্যাংক, আমান ফিড, আর্গন ডেনিমস, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, বাংলাদেশ স্টিল-রি রোলিং মিলস্ লিমিটেড, বিএসআরএম স্টিলস্, কনফিডেন্স সিমেন্ট, ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানি, ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস্ লিমিটেড, ইস্টার্ন ব্যাংক, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড, আইডিএলসি ফাইন্যান্স, যমুনা অয়েল কোম্পানি লিমিটেড, যমুনা ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, মেঘনা পেট্রোলিয়াম, মার্কেন্টাইল ব্যাংক, এমজেএল বাংলাদেশ লিমিটেড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ওয়ান ব্যাংক, পদ্মা অয়েল কোম্পানি, রতনপুর স্টিল রি-রোলিং মিলস্, সাইফ পাওয়ারটেক, শাশা ডেনিমস্, স্কয়ার ফার্মাসিউটিক্যালস্, সামিট পাওয়ার, দি একমি ল্যাবরেটরিজ, দি সিটি ব্যাংক এবং তিতাস গ্যাম ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

উল্লেখ্য, সিএসই-৩০ ইনডেক্সে অর্ন্তভুক্ত কোম্পানিগুলোর মূলধন বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মূলধনের শতকরা প্রায় ২১ দশমিক ৫০ শতাংশ এবং ফ্রি-ফ্লোট বাজার মূলধনসহ সকল তালিকাভুক্ত কোম্পানির ফ্রি-ফ্লোট বাজার মূলধনের শতকরা প্রায় ৩০ দশমিক ১২ শতাংশ।

এস

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রাম টেস্টের আগে লঙ্কান শিবিরে দুঃসংবাদ
পতেঙ্গায় নোঙ্গররত ফিশিং বোটে আগুন, দগ্ধ ৪
সর্বনিম্ন ১০০ টাকায় দেখা যাবে চট্টগ্রাম টেস্ট
চট্টগ্রাম টেস্ট রেখে অস্ট্রেলিয়ায় পাড়ি জমাচ্ছেন হাথুরুসিংহে
X
Fresh