• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রিজার্ভ চুরি: পুলিশের মুখোমুখি ড.আতিউর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ ডিসেম্বর ২০১৬, ১৯:৪১

রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমানকে জিজ্ঞাসাবাদ করলো পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।

রিজার্ভ চুরির পর গেলো ১৫ মার্চ সকালে পদত্যাগ করেন ড.আতিউর। তার পদত্যাগের পর ওই দিনেই বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অজ্ঞাতনামাদের আসামি করে মতিঝিল থানায় মামলা করেন। তা তদন্তের দায়িত্ব দেয়া হয় সিআইডিকে।

এদিকে, আদালতে গেলো রোববার প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিন থাকলেও তা করতে পারেনি সিআইডি।পরে দাখিলের সময়ের আবেদন জানালে ঢাকা মহানগর হাকিম মাহমুদুল হাসান আসছে ১৭ জানুয়ারি নতুন দিন ঠিক করেন।

এ বছরের ৫ ফেব্রুয়ারি ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে বাংলাদেশের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে হ্যাকাররা।

এদিকে, ফিলিপাইনে যাওয়া অর্থের এক-পঞ্চমাংশ উদ্ধারের পর তা এরই মধ্যে বাংলাদেশ সরকার ফেরত এনেছে। বাকি অংশ ফেরত আনতেও তৎপরতা চালানো হচ্ছে।

এমসি/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh