• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বিজিএমইএ’র নির্বাচনে ভোটগ্রহণ চলছে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ এপ্রিল ২০১৯, ১৩:০৪

তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন সংগঠন বিজিএমইএর নতুন নেতৃত্ব নির্বাচনে ভোটগ্রহণ চলছে।

আজ শনিবার সকাল থেকে ঢাকার কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনের নুরুল কাদের মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়। একই সময় চট্টগ্রামেও ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত।

নির্বাচন কমিশনার নিহাদ কবির জানান, সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে। বিকালে ভোটগ্রহণ শেষে কয়েক ঘণ্টার মধ্যে ফলাফল ঘোষণা করা হবে।

এবারের নির্বাচনে সম্মিলিত পরিষদ ও ফোরাম ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিত-ফোরাম নামে পূর্ণ প্যানেল দিয়েছে। এই প্যানেলের নেতৃত্বে রয়েছেন বিজিএমইএর সাবেক সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের স্ত্রী রুবানা হক।

অপরদিকে, স্বাধীনতা পরিষদ নামে একটি প্যানেল নির্বাচনে অংশ নিয়েছে। তবে তারা প্রতিটি পদে প্রার্থী দিতে পারেনি। স্বাধীনতা পরিষদের নেতৃত্বে রয়েছেন জাহাঙ্গীর আলম।

এবারে নির্বাচনে মোট ৩৫টি পরিচালক পদের জন্য দুই প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার হচ্ছে ১ হাজার ৯৫৬ জন। তাদের মধ্যে ঢাকার ১ হাজার ৫৯৭ জন। বাকি ৩৫৯ জন চট্টগ্রামের।

তবে স্বাধীনতা পরিষদ চট্টগ্রাম অঞ্চলে প্রার্থী না দেয়ায় সেখানে সম্মিলিত ফোরামের ৯ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন।

আজ শনিবার কেবল ঢাকা অঞ্চলের ২৬ পরিচালক পদের জন্য ভোটগ্রহণ হবে।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শতভাগ কারখানায় বেতন-ভাতা পরিশোধ : বিজিএমইএ
বিজিএমইএ নির্বাচনে পূর্ণ প্যানেলে জয়ী সম্মিলিত পরিষদ
৪২৯ ভুয়া পোশাক কারখানা নিয়ে সিদ্ধান্ত নিতে নির্দেশ হাইকোর্টের
রপ্তানি বাজার সম্প্রসারণের পাশাপাশি পণ্যের বহুমুখীকরণ জরুরি : প্রধানমন্ত্রী
X
Fresh