• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

শেয়ারবাজারে বড় কোম্পানির অভাব আছে: ড. মসিউর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ এপ্রিল ২০১৯, ১৮:৪৩
জাতীয় শিল্পকলা একাডেমিতে চতুর্থ ক্যাপিটাল মার্কেট এক্সপো-২০১৯’ শুরু হয়েছে

দেশের শেয়ারবাজারে বড় কোম্পানির অভাব আছে।বহুজাতিক বা বড় কোম্পানিগুলোকে আনা গেলে বাজার আরও চাঙা হবে। বললেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমিতে চতুর্থ ক্যাপিটাল মার্কেট এক্সপো-২০১৯’ শুরু হয়েছে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসে তিনি এসব কথা বলেন।

অনলাইন নিউজ পোর্টাল অর্থসূচক তিন দিনের এই মেলার আয়োজন করেছে। মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত।

ড. মসিউর রহমান বলেন,শেয়ারবাজার ছাড়া বড় বিনিয়োগ সম্ভব নয়। দেশের অর্থনৈতিক উন্নয়নের কথা চিন্তা করে বাজারে নতুন নতুন কোম্পানি অন্তর্ভুক্ত হওয়া উচিত।

তিনি আরও বলেন, বেসরকারি খাতের বিনিয়োগ বৃদ্ধি অর্থনীতির গভীরতা বাড়ানোর অন্যতম মাধ্যম। সে কারণে আমরা যেকোনোভাবে বেসরকারি বিনিয়োগ বাড়াতে চাই।

অর্থসূচক সম্পাদক জিয়াউর রহমান উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

এসময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন, ডিএসই ব্রোকার্স এসোসিয়েশনের সভাপতি মো. শাকিল রিজভী, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের সভাপতি মো. নাছির উদ্দিন চৌধুরী প্রমুখ।

এস

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলিতে প্রাণিসম্পদ মেলা অনুষ্ঠিত
মেলার চাঁদা নিয়ে বিরোধ, মাদরাসাছাত্রকে ছুরিকাঘাতে হত্যা
ধনবাড়ীতে মেলাকে কেন্দ্র করে চলছে অশ্লীল নৃত্য
নোয়াখালীতে ছাত্রলীগের মিলনমেলা অনুষ্ঠিত
X
Fresh