• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ব্র্যাক ব্যাংকের এটিএম চালু, মঙ্গলবার পর্যন্ত বন্ধ ডাচ-বাংলা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ মার্চ ২০১৯, ১৫:২৭

সিস্টেম আপগ্রেডের জন্য টানা ৫০ ঘণ্টা বন্ধ থাকার পর চালু হয়েছে বেসরকারি ব্র্যাক ব্যাংকের লেনদেন। তবে এখন বন্ধ রয়েছে ডাচ-বাংলা ব্যাংকের সেবা।

আগামী মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ব্যাংকটির শাখা, এটিএম, পয়েন্ট অব সেল (পিওএস) এজেন্ট ব্যাংকিংসহ সব ধরনের ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।

গত সপ্তাহে ব্যাংক দুটি তাদের পৃথক পৃথক নোটিশে ব্যাংক বন্ধ থাকার ঘোষণা দেয়। এতে অনেক গ্রাহক নির্দিষ্ট সময়ে তাদের টাকা তুলতে পারেননি।

------------------------------------
আরো পড়ুন: বাংলাদেশে অফিস খুলবে মার্কিন কোম্পানি জেনারেল ইলেকট্রিক
------------------------------------

ঘোষণা অনুযায়ী আপগ্রেডের জন্য বৃহস্পতিবার (১৪ মার্চ) মধ্যরাত থেকে সকল শাখা, এটিএম বুথসহ পিওএস এবং এজেন্ট ব্যাংকিংয়ের সকল কার্যক্রম বন্ধ রাখে ব্যাংক দুটি।

এর মধ্যে ব্র্যাংক ব্যাংকের নির্ধারিত সময় শেষ হয়েছে গতকাল। আর ডাচ-বাংলা ব্যাংকের লেনদেন এখনও মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে।

ব্যাংক দুটির পক্ষ থেকে বলা হয়, উন্নত ও সর্বাধুনিক সেবা দিতে ব্র্যাক ব্যাংক গ্রাহকের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য নিয়মিতভাবে উন্নত প্রযুক্তিতে বিনিয়োগ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় কার্ড ম্যানেজমেন্ট পদ্ধতির কারিগরি উন্নয়ন করা হচ্ছে।

এস

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh