• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ডাচ-বাংলা ব্যাংকের কার্যক্রম ৫ দিন বন্ধ থাকবে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ মার্চ ২০১৯, ১৯:৫৯

প্রযুক্তিগত উন্নয়নের জন্য ডাচ-বাংলা ব্যাংকের শাখা, এটিএম বুথসহ পিওএস এবং এজেন্ট ব্যাংকিংয়ের সকল কার্যক্রম আগামী পাঁচ দিন বন্ধ থাকবে।

বৃহস্পতিবার বিকেলে ডাচ বাংলা ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা এইচএম সগীর আহমেদ আরটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, ডাচ-বাংলা ব্যাংকের সিস্টেম আপগ্রেডের জন্য আগামী ১৪ মার্চ (বৃহস্পতিবার) রাত ১২টা ১ মিনিট থেকে ১৯ মার্চ (মঙ্গলবার) সকাল ৬টা পর্যন্ত শাখা, এটিএম বুথসহ পিওএস এবং এজেন্ট ব্যাংকিংয়ের সকল কার্যক্রম বন্ধ রাখা হচ্ছে। ডাচ বাংলা ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিয়ে এ কাজটি করছে। জনস্বার্থে এরই মধ্যে আমরা জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করেছি।

তিনি আরও বলেন, বর্তমানে দেশে ডাচ-বাংলা ব্যাংকের ৪ হাজার ৬৬৮টি এটিএম বুথ রয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য আমরা আন্তরিক দু:খ প্রকাশ করছি।

এমসি/এসএস

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বুকিং অফিসার নেবে ডাচ-বাংলা ব্যাংক, এসএসসি পাসেও আবেদন
ডাচ-বাংলা ব্যাংকে নিয়োগ, বেতন ৭০ হাজার
X
Fresh