• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মীনা বাজারে পাওয়া যাবে হালদা ভ্যালীর পণ্য

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ মার্চ ২০১৯, ১৯:১৪

চেইন শপ মীনা বাজারে এখন থেকে হালদা ভ্যালীর সব পণ্য পাওয়া যাবে। হালদা ভ্যালীর পণ্যের মধ্যে ড্রাগন ওয়েল গ্রীন টি, সিলভার নিডেল হোয়াইট টি এবং গোল্ডেন আইব্রো ব্ল্যাক টি ছাড়া বিভিন্ন চা পাওয়া যাবে।

সম্প্রতি রাজধানীর ধানমন্ডিতে স্বনামধন্য চেইন শপ মীনা বাজার এর কর্পোরেট অফিসে দুইটি প্রতিষ্ঠানের মধ্যে এ বিষয়ে চুক্তি সাক্ষর হয়েছে।

চুক্তিতে স্বাক্ষর করেন হালদা ভ্যালী ফুড এন্ড বেভারেজ লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর শামীম খান এবং জেমকন ফুড এন্ড এগ্রিকালচারাল প্রোডাক্টস লিমিটেড এর সিইও শাহিন খান।

এছাড়াও উপস্থিত ছিলেন হালদা ভ্যালী ফুড এন্ড বেভারেজ লিঃ-এর হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট আশিক পাশা, ব্র্যান্ড ম্যানেজার আজমাঈন রহমান এবং জেমকন ফুড এন্ড এগ্রিকালচারাল প্রোডাক্টস লিমিটেডের জেনারেল ম্যানেজার ব্র্যান্ড আহমেদ সোয়েব ইকবাল, জেনারেল ম্যানেজার সাপ্লাই চেইন আবু রায়হান ভুঁইয়া প্রমুখ।

উল্লেখ্য-২০১৬ সাল থেকে হালদা ভ্যালী অত্যন্ত সফলতার সাথে চীনে চা রপ্তানি করে আসছে। চট্টগ্রামের ফটিকছড়িতে অবস্থিত পিএনএল হোল্ডিংস লি: এর অঙ্গপ্রতিষ্ঠান হালদা ভ্যালী চা বাগানে বাংলাদেশে সর্বপ্রথম উন্নত মানের ড্রাগনওয়েল গ্রিন টি উৎপাদন শুরু করে।

এমসি/এমকে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মীনা বাজার অভিজ্ঞতা ছাড়াই নেবে ১২০ জন
অভিজ্ঞতা ছাড়াই মীনা বাজারে চাকরি
X
Fresh