• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

শেয়ার বাজারে চাঙ্গাভাব

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ ডিসেম্বর ২০১৬, ১৯:১৮

শেয়ার বাজারে দেখা গেছে চাঙ্গাভাব। মূল্য সূচকের বড় ধরনের উত্থানের পাশাপাশি হয়েছে হাজার কোটি টাকার লেনদেন।

বুধবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে'র (ডিএসই) প্রধান মূল্য সূচক ৩৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯০৬ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে ডিএসইতে এক হাজার ৬৪ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে যা আগের দিনের তুলনায় ৩২৩ কোটি ৩৯ লাখ টাকা বা ৪৪ শতাংশ বেশি। আগের দিন এ বাজারে ৭৪১ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৭৯টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির শেয়ার দর।

এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯০৬ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৬৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচকও ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৯৭ পয়েন্টে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। িলেনদেন হয়েছে ৬৬ কোটি টাকার।

সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৫টির, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।

এমসি/ এম

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh