• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

দুধের উৎপাদন প্রক্রিয়া দেখতে ঘুরে আসুন প্রাণ মিল্ক জার্নির সাথে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ জানুয়ারি ২০১৯, ১৯:০৩

প্যাকেটজাত দুধ কিভাবে উৎপাদিত হয়, তা অনেকের মনেই প্রশ্ন। আর এই প্রশ্নের উত্তর জানাতেই “PRAN Milk Journey” এর আয়োজন করেছে দেশের শীর্ষ দুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রাণ ডেইরী।

এই জার্নিতে ঘুরে আসতে পারেন আপনিও। শুধু অনলাইন রেজিস্ট্রেশন করে এই Journey-তে অংশ নেয়া যাবে।

প্রাণ ডেইরীর ব্র্যান্ড মার্কেটিং প্রধান মাকসুদুর রহমান বলেন, এ ধরনের প্রশ্নের উত্তর জানাতেই আমরা “PRAN Milk Journey” এর আয়োজন করেছি। ওই জার্নিতেই দেখানো হবে কিভাবে প্রাণের দুধ সংগ্রহ ও প্রকিয়াজাত করা হয়।

‘যে কেউ চাইলে সেলিব্রেটিদের সঙ্গে প্রাণ ডেইরী হাব সরাসরি ঘুরে আসতে পারবেন এই জার্নিতে।’

আয়োজক কর্তৃপক্ষ জানায়, নির্বাচিত ভাগ্যবানদের প্রাণ ডেইরী তাদের অফিস থেকে সকালে এসি বাসে করে সবাইকে নিয়ে যাবে PRAN Milk Journey-তে। আপনাদের পুরো সময়টিকে আরও আনন্দময় করতে সাথে থাকবেন জনপ্রিয় সব সেলেব্রিটিরা।

সকালে থাকবে ব্রেকফাস্ট এবং দুপুরে থাকবে– রেস্টুরেন্টে মজাদার লাঞ্চ। পোঁছানোর পর প্রাণ ডেইরীর বিভিন্ন প্রসেস দেখার পাশাপাশি খামারিদের সাথে থাকছে আলোচনাসভা।

সন্ধ্যায় আপনাদের নিয়ে যাওয়া হবে বিলাসবহুল ফোর স্টার রিসোর্টে। সেখানে গান, আড্ডা, নানা ধরনের গেইম আর বার বি কিউ-তে কাটবে বাকিটা সময়।

পরদিন সকালে আবার রওনা করা হবে ডেইরী হাবের উদ্দেশ্যে। ব্রেকফাস্ট করে সেখান থেকে ভিলেজ মিল্ক কালেকশন সেন্টারে নিয়ে যাওয়া হবে। দুধ সংগ্রহের নানা ধরনের প্রসেস দেখানো হবে আপনাদের। লাঞ্চ করে রিসোর্ট থেকে ঢাকার উদ্দেশে রওনার মাধ্যমে শেষ হবে আমাদের PRAN Milk Journey। সব থেকে আনন্দের ব্যাপার হচ্ছে আপনারা PRAN Dairy-এর যেকোনও প্রশ্ন করে জেনে নিতে পারবেন কাজের প্রক্রিয়া সম্পর্কে।

আপনার জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতার একটি দিন হতে যাচ্ছে PRAN Milk Journey।

কিভাবে রেজিস্ট্রেশন করবেন

Registration করতে ভিজিট করুনঃ www.pranmilkjourney.com

বিশেষ নির্দেশাবলী

১। ‘PRAN Milk Journey’ ক্যাম্পেইন সংক্রান্ত সকল প্রকার দায় দায়িত্ব ও সিদ্ধান্ত, প্রকল্পটি বাতিল করা বা সময় পরিবর্তন করার সকল অধিকার PRAN Dairy কর্তৃপক্ষ সংরক্ষণ করবে।
২। কেউ ভুল বা মিথ্যা তথ্য প্রদান করলে তার রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।
৩। প্রতিষ্ঠানে কর্মরত কেউ এই প্রোগ্রামটিতে রেজিস্ট্রেশন বা অংশগ্রহণ করতে পারবেন না।
৪। কেউ কোনোরূপ প্রতারণার আশ্রয় নিলে তার রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য করা হবে।
৫। রেজিস্ট্রেশন শেষ দিন ১২ ফেব্রুয়ারি।
৬। PRAN Milk Journey সম্পর্কে আপডেট পেতে চোখ রাখুন PRAN Dairy Facebook

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিয়ানমারের ৩৩০ নাগরিককে হস্তান্তরের প্রক্রিয়া শুরু
ইউনূসের বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান যুক্তরাষ্ট্রের
মিয়ানমারের সেনাদের সমুদ্রপথে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে
বাংলাদেশের নির্বাচন নিয়ে যে প্রতিক্রিয়া জানাল কানাডা
X
Fresh