• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

প্রথম একনেকে পৌনে ২ হাজার কোটি টাকার প্রকল্প পাস

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ জানুয়ারি ২০১৯, ১৫:৫৬

নতুন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৮টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ১ হাজার ৮৯৩ কোটি ২২ লাখ টাকা।

মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়।

প্রধানমন্ত্রী বলেন, সরকারে ধারাবাহিকতা থাকায় এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিকতা ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আওয়ামী লীগের গত দু’মেয়াদে দেশের ব্যাপক উন্নয়ন ও অগ্রগতি হয়েছে।

এসব প্রকল্পের গুণগত মান বজায় রেখে দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

একনেক সভা শেষে প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনামন্ত্রী জানান, আজকের সভায় ৮ প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ১ হাজার ৮৯৩ কোটি ২২ লাখ টাকা। ব্যয়ের পুরোটাই সরকারি অর্থায়নে করা হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব জিয়াউল ইসলাম, সাধারণ অর্থনৈতিক বিভাগের সদস্য ড. শামসুল ইসলাম প্রমুখ।

আরো পড়ুন:

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অষ্টম শ্রেণি পাসেই ব্র্যাকে চাকরির সুযোগ
বিমান বাংলাদেশ এয়ারলাইনসে বড় নিয়োগ, লাগবে এসএসসি পাস
ইসরায়েল–ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস
নিয়োগ দেবে ওয়ালটন, স্নাতক পাসেই আবেদন
X
Fresh