• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

শেয়ার ছেড়ে ৭০ কোটি টাকা তুলছে পপুলার ফার্মা

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৭ জানুয়ারি ২০১৯, ১৩:১৪

ওষুধের উৎপাদন বাড়াতে শেয়ারবাজার থেকে ৭০ কোটি টাকা উত্তোলন করছে পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এজন্য কোম্পানিটিকে বিডিংয়ের অনুমোদন দেয়া হয়েছে।

বুক বিল্ডিং পদ্ধতিতে এই মূলধন উত্তোলন করবে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিটি।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসির সবশেষ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিএসইসি সূত্র জানিয়েছে, কোম্পানিটি বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৭০ কোটি টাকা উত্তোলন করবে। এই টাকা দিয়ে কোম্পানিটি যন্ত্রপাতি ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

২০১৮ সালের ৩০ জুন শেষে পপুলার ফার্মাসিউটিক্যালসের শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে (পূণ:মূল্যায়নসহ) ৪২ টাকা ৯৮ পয়সা। পূণঃমূল্যায়ন সঞ্চিতি ব্যতিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ৩১ টাকা ২৮ পয়সা।

কোম্পানিটির গত পাঁচ অর্থবছরে কর পরবর্তী নিট মুনাফার ভারিত গড় হারে শেয়ারপ্রতি আয় হচ্ছে ২ টাকা ১৮ পয়সা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড।

আরো পড়ুন:

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএসএফের গুলিতে নিহত কিশোরের মরদেহ ফেরত পেল পরিবার
ঈদের পর ভেঙে ফেলা হবে কারওয়ান বাজারের ঝুঁকিপূর্ণ ভবন
বাংলাদেশের জন্য পেঁয়াজ কিনছে ভারত
একাধিক পদে ফার্মাসিউটিক্যালসে চাকরি, পাবেন প্রফিট বোনাসও
X
Fresh