• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নতুন বাণিজ্যমন্ত্রী হচ্ছেন রংপুরের টিপু মুনশী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ জানুয়ারি ২০১৯, ১৫:৫৪

নতুন মন্ত্রিসভায় রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত টিপু মুনশীকে বাণিজ্যমন্ত্রী করা হচ্ছে।

তিনি বর্তমান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের স্থলাভিষিক্ত হবেন।

ইতোমধ্যে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য যারা ফোন পেয়েছেন তারা হলেন- ওবায়দুল কাদের (সড়ক পরিবহন ও সেতু), আসাদুজ্জামান খাঁন কামাল (স্বরাষ্ট্র), আনিসুল হক (আইন), আ হ ম মুস্তফা কামাল (অর্থ), নুরুজ্জামান আহমেদ (সমাজকল্যাণ), ডা. দীপু মণি (শিক্ষা), ড. আব্দুর রাজ্জাক (কৃষি), তাজুল ইসলাম (এলজিআরডি), এম এ মান্নান (পরিকল্পনা), এনামুল হক শামীম (উপমন্ত্রী, পানিসম্পদ), মহিবুল হাসান চৌধুরী নওফেল (প্রতিমন্ত্রী, শিক্ষা), সাধন চন্দ্র মজুমদার (খাদ্য), শ. ম. রেজাউল করিম (গণপূর্ত), শাহাবুদ্দিন (পরিবেশ), টিপু মুন্সী (বাণিজ্য), গোলাম দস্তগীর গাজী (পাট ও বস্ত্র), ডা. এনামুর রহমান (প্রতিমন্ত্রী, ত্রাণ ও দুর্যোগ), হাসান মাহমুদ (তথ্য), ড. এ কে আব্দুল মোমেন (পররাষ্ট্র), জাহিদ মালেক স্বপন (স্বাস্থ্য), আ ক ম মোজাম্মেল হক (মুক্তিযুদ্ধ), বীর বাহাদুর ঊ শৈ সিং (পার্বত্য), সাইফুজ্জামান চৌধুরী জাভেদ (ভূমি), মোস্তাফা জব্বার (ডাক ও টেলিযোগ), খালিদ মাহমুদ চৌধুরী (নৌপরিবহন), মন্নুজান সুফিয়ান (শ্রম), নুরুল মজিদ মাহমুদ (শিল্প), কামাল আহমেদ মজুমদার (প্রতিমন্ত্রী, শিল্প), কে এম খালিদ (সংস্কৃতি), নুরুল ইসলাম সুজন (রেলপথ), নসরুল হামিদ বিপু (বিদ্যুৎ), আশরাফ আলী খান খসরু (মৎস্য), শেখ মোহাম্মদ আব্দুল্লাহ (ধর্ম), জুনাইদ আহমেদ পলক (প্রতিমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি), স্বপন ভট্টাচার্য (প্রতিমন্ত্রী, এলজিআরডি) প্রমুখ।

বিস্তারিত আসছে…

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিপু-প্রীতি হত্যা: অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
স্বামীর সঙ্গে মুড়ি খাওয়া নিয়ে ঝগড়া, গৃহবধূর আত্মহত্যা
গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারী নিহত
রমজানজুড়ে সুবিধাবঞ্চিতদের পাশে স্টেপ আপ ফর টুমরো
X
Fresh