• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

বছরের প্রথমদিনেই বাড়ল স্বর্ণের দাম

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ জানুয়ারি ২০১৯, ২২:২৭

নতুন বছরের প্রথম দিনেই বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের সোনা ২২ ক্যারেটের প্রতি ভরিতে বেড়েছে ১ হাজার ৫১৭ টাকা। অপরিবর্তিত রয়েছে সনাতন পদ্ধতিতে স্বর্ণ ও রূপার দাম।

মঙ্গলবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য সম্পর্কে জানানো হয়েছে।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করা হয় বলে প্রেসবিজ্ঞপ্তিতে দাবি করেছে বাজুস।

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, ২২ ক্যারেটের স্বর্ণ প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪৮ হাজার ৯৮৮ টাকায়।

মঙ্গলবার পর্যন্ত এ মানের স্বর্ণের ভরিপ্রতি বিক্রয় মূল্য ছিল ৪৭ হাজার ৪৭২ টাকা। অর্থাৎ প্রতিভরিতে এ মানের স্বর্ণের দাম বেড়েছে এক হাজার ৫১৬ টাকা।

পরবর্তী দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত ২১ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি বিক্রি হবে ৪৬ হাজার ৬৫৬ টাকায়।

এর আগে ২২ ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাজুস। যা ২৩ ডিসেম্বর থেকে কার্যকর কারার কথা ছিল। কিন্তু দাম বাড়ানোর ঘোষণা দেওয়ার ৬ ঘণ্টা পরই সিদ্ধান্ত পরিবর্তন করে স্বর্ণ ব্যবসায়ীরা।

ক্রেতাদের অনুরোধের প্রেক্ষিতে বড়দিন ও ইংরেজি নববর্ষের কথা বিবেচনায় এনে তা দাম বাড়ানোর সিদ্ধান্ত পরিবর্তন করে বলে জানান বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়াল।

এসএস

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাহজালালে ৪০ স্বর্ণেরবারসহ আটক দুই
সৌদি ফেরত যাত্রীর ব্যাগে মিলল কোটি টাকার স্বর্ণ
মানিকগঞ্জে স্বর্ণ চোরাচালান মামলায় ৫ জনের যাবজ্জীবন
বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দরে স্বর্ণ
X
Fresh