• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মুরগির বাজারে থার্টি ফার্স্ট নাইট-বিয়ে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ ডিসেম্বর ২০১৮, ১৭:০১
ফাইল ছবি

নির্বাচনী হাওয়ার মধ্যে সবজির বাজারে স্বস্তি নেমেছে, তবে চড়াও হয়েছে মুরগির বাজার। রাজধানীর বাজারগুলোতে বেশিরভাগ সবজি আগের চেয়ে কমে পাওয়া গেলেও সপ্তাহ ব্যবধানে মুরগির দাম বেড়েছে কেজিতে ১৫ থেকে ২০ টাকা।

শুক্রবার রাজধানীর কারওয়ানবাজার, খিলগাঁও বাজার, যাত্রাবাড়ীর খুচরা বাজার ঘুরে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ও শুক্রবার কারওয়ান বাজারসহ রাজধানীর অধিকাংশ বাজারে সরেজমিনে দেখা যায়, ব্রয়লার মুরগির কেজি ১৩৫ থেকে ১৪০ টাকা বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে যা ছিল ১২৫ থেকে ১৩০ টাকায়।

আরও এক সপ্তাহ আগে এই মুরগি বিক্রি হয় ১২০ থেকে ১২৫ টাকায়।

এছাড়া দেশি মুরগি বলে বিক্রি হওয়া পাকিস্তানি মুরগি বিক্রি হচ্ছে আগের চেয়ে বাড়তি দামে।

ব্যবসায়ীরা বলছেন, নির্বাচন, থার্টি ফার্স্ট নাইট ও বিয়ের কারণে এখন মুরগির বাজার চড়া। বিশেষ করে মাঝারি আকারের মুরগির চাহিদাই সবচেয়ে বেশি। এ কারণে দামও বেড়েছে।

কারওয়ান বাজারের ব্যবসায়ী আক্কাজ আরটিভি অনলাইনকে বলেন, কদিন আগে যে মুরগি বিক্রি করেছি ১২০ থেকে ১২৫ টাকায়। এখন তার দাম বেড়ে গেছে। আমাদেরকে বাড়তি দামে কিনতে হচ্ছে। ফলে বিক্রিও করতে হচ্ছে একটু বেশি দামে।

কিন্তু হঠাৎ কেন দাম বেড়েছে জানতে চাইলে তিনি বলেন, ৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট ও বিয়ের পরিমাণ বেড়ে যাওয়ায় মুরগির চাহিদা বেড়েছে। বিশেষ করে রোস্ট সাইজের চাহিদা বেশি বেড়েছে। সে কারণে দামও একটু বেশি।

রাজধানীর বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম কেজিতে কমেছে ৫ টাকা। এ নিয়ে গত দেড় মাসের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে কমেছে ২০ টাকা। পেঁয়াজের পাশাপাশি স্বস্তি দেখা দিয়েছে সবজির দামে।

তবে ঝাজ বেড়েছে মরিচে। এখন খুচরা বাজারে এক কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজিতে।

আরও পড়ুন :

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে : কৃষিমন্ত্রী
সবজির বাজার চড়া, কমেনি মুরগির দাম
ইরানে ইসরায়েলি হামলা, লাফিয়ে বাড়ল তেল ও স্বর্ণের দাম
সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম
X
Fresh