• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

যাত্রা করলো অনলাইন শপিং প্ল্যাটফর্ম ‘ই-ভ্যালি’

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৮ ডিসেম্বর ২০১৮, ১৮:৪৩

চতুর্থ শিল্প বিপ্লবের প্রতিযোগিতায় মধ্যম আয়ের দেশের সক্ষমতা অর্জনে বাংলাদেশকে একধাপ এগিয়ে নিতে অনলাইনে ক্রেতা-বিক্রেতাদের যথাযথ চাহিদাকে প্রাধান্য দিয়ে মহান ৪৮তম জাতীয় বিজয় দিবস-২০১৮’তে যাত্রা শুরু করলো দেশের অন্যতম ডিজিটাল মেগা শপিং প্লাটফর্ম ‘ই-ভ্যালি’।

দেশের মহান ৪৮তম জাতীয় বিজয় দিবসে ঢাকার অভিজাত এক হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিক শুরু হলো ই-ভ্যালির যাত্রা। ৪র্থ শিল্প বিপ্লবের প্রতিযোগিতার এ-দ্বারপ্রান্তে সফলতা অর্জনের লক্ষ্য নিয়ে, দেশের সকল স্তরের ব্যবসায়ীদের পণ্য সহজ পন্থায় ডিজিটাল-বিশ্ববাজারে কেনা-বেচার উপযুক্ত প্রযুক্তি সেবার উদ্দেশ্যে ই-ভ্যালি ডিজিটাল মেগা শপিং মার্কেট-প্লেস প্রতিষ্ঠা করা হয়েছে।

অভিজাত হোটেলে দেশের সব খ্যাতনামা ব্যবসায়ী ও কর্মকর্তাগণের উপস্থিতিতে ই-ভ্যালির কর্ণধার ও প্রতিষ্ঠানের সিইও মোহাম্মদ রাসেল ব্যাপক পরিসরে ক্রেতা-বিক্রেতাদের ডিজিটাল কমার্স তথা ই-কমার্স সেক্টরে যাবতীয় সুবিধা প্রদানের একটি উপযুক্ত ডিজিটাল কমার্স প্লাটফরম ই-ভ্যালি প্রতিষ্ঠায় পরিকল্পনা করার কথা বলেন। দেশের সর্বস্তরের পেশার সার্বিক সহযোগিতায় ই-ভ্যালিকে দেশের সর্ববৃহৎ অনলাইন শপিং প্লাটফর্ম প্রতিষ্ঠা করার কথা তিনি ব্যক্ত করেন।

উপস্থিত সকল শ্রদ্ধেয় অতিথিদের রাসেল আরও জানান, নাগরিক গন ই-ভ্যালি ডিজিটাল মেগা শপিং প্লাটফরমে প্রায় ৩ মিলিয়নের অধিক স্ট্যান্ডার্ড প্রোডাক্ট ঝামেলাহীন খুচরা ও পাইকারি কেনা-বেচা করতে পারবে। সাথে থাকবে বিভিন্ন আকর্ষণীয় অফার। মহান বিজয়ের ৪৭তম বছর পূর্ণতার দিনে ই-ভ্যালির আনুষ্ঠানিক উদ্বোধনে এক হাজার টাকার ১০০% ফ্রি শপিং এর সুযোগ রয়েছে প্রথম ৫০০ অর্ডার প্রদানকারীর জন্য। আরও রয়েছে দেশের স্থানীয় উদ্যোক্তা ও ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ডিজিটাল-বিশ্ববাজারে বিনামূল্যে নিবন্ধনের সুযোগে আন লিমিটেড প্রোডাক্ট ০% কমিশনে বিক্রয় করতে নিজেদের একটি উপযুক্ত ই-কমার্স প্লাটফর্ম।

বিশ্বায়নের এক্ষণে আমাদের প্রিয় এদেশকে ৪র্থ শিল্প বিপ্লবের প্রতিযোগীতায় উন্নত করার লক্ষ্যে ই-ভ্যালির ডিজিটাল মেগা শপিং ব্যবসা উদ্যোগে সকলের সহযোগিতা কাম্য।

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিভিল সার্জন কার্যালয়ে বিশাল নিয়োগ, নেবে ১১৫ জন
ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে এসিআই মোটরস 
বে গ্রুপে একাধিক পদে চাকরি, কর্মস্থল ঢাকা
আকর্ষণীয় বেতনে ল্যাবএইড হাসপাতালে চাকরি
X
Fresh